Advertisement

Gold Price 22 & 24 Carat Today: সোনা কেনার এই সেরা সময়, অনেকটা সস্তা হল দাম; জানুন আজকের রেট

কমল সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পর এর প্রভাব পড়েছে সোনার দামে। সোনা-রুপো দুইয়েরই দাম অনেকটা কমেছে। সোনার দামের পতনের কারণ হিসেবে স্বর্ণ  ব্যবসায়ীরা জানিয়েছেন, লাগাতার চড়া দাম, বিয়ের মরশুমে ক্রেতা সংখ্যা কমায় কমেছে সোনার দাম।

আজকের সোনার দামআজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 10:41 AM IST

কমল সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পর এর প্রভাব পড়েছে সোনার দামে। সোনা-রুপো দুইয়েরই দাম অনেকটা কমেছে। সোনার দামের পতনের কারণ হিসেবে স্বর্ণ  ব্যবসায়ীরা জানিয়েছেন, লাগাতার চড়া দাম, বিয়ের মরশুমে ক্রেতা সংখ্যা কমায় কমেছে সোনার দাম। ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর সোনার দাম কিছুটা কমেছে। এই দাম বছরের শেষে ফের ঊর্দ্ধমুখী হতে পারে বলে ধারণা।

আজ কলকাতায় সোনার দাম কত?
আজ মঙ্গলবার ৮ জুলাই ২০২৫-এ সোনার দাম কলকাতায় কত রয়েছে জানুন। আজ ২২ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ৯ হাজার ৬০ টাকা। ২৪ ক্যারেটের দাম রয়েছে প্রতি গ্রামে ৯,৮৮৪ টাকা। ১৮ ক্যারেটের দাম রয়েছে গ্রাম প্রতি ৭,৪১৩ টাকা। এর সঙ্গে কর যুক্ত হবে।

গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯,০১০ টাকা। ২৪ ক্যারেটের দাম ছিল ৯,৮২৯ টাকা। ১৮ ক্যারেট ছিল ৭,৩৭২ টাকা। সোমবারের তুলনায় দাম একটু বাড়লেও সোনা এখনও সস্তা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এর দাম আরও বাড়তে পারে।

তবে, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি প্রতি বছর ১,০০০ টনেরও বেশি দামে হলুদ ধাতু ক্রয় করছে। আগামী কয়েক মাসে তা কমার সম্ভাবনা কম। এছাড়াও, মার্কিন ফেডারেল রিজার্ভের প্রত্যাশার চেয়ে মুদ্রাস্ফীতি এখনও বেশি। তা সত্ত্বেও, ব্যবসায়ীরা সোনার ব্যাপারে আশাবাদী।

Read more!
Advertisement
Advertisement