মাসের শুরুতেই সোনার দামে বড় স্বস্তি মিলল। বিয়ের মরশুমে অনেকটা কমে গেল সোনার দাম। চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কয়েক বার সোনার দাম লাখের গণ্ডি পার করেছিল। তারপরে দাম কিছুটা থিতু হলেও ফের দাম বড়ে গিয়েছিল। শুক্রবার কলকাতায় সোনার দাম কমে গেল। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৫০ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ১৭০ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৯৮২ টাকা। গতকাল দাম ছিল ১০ হাজার ৩ টাকা। ফলে সোনার দাম কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৯১ হাজার ৫০০ টাকা। গতকাল দাম ছিল ৯১ হাজার ৭০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯ হাজার ৮২০ টাকা। গতকাল ছিল ১ লক্ষ হাজার ৩০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রুপোর দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।