লাখ টাকা ছাড়িয়েছে ১০ গ্রাম সোনা। কীকরে বিয়েতে সোনার দামবৃদ্ধির ধাক্কা সামাল দেবেন ভেবে কুল পাচ্ছে না সাধারণ মধ্যবিত্ত। এর মধ্যে সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা প্রকাশ করছে বিশেষজ্ঞ মহল। সেইসঙ্গে জেনে নিন আজ কলকাতায় সোনার দাম কত? আজ সোনায় বিনিয়োগ করলে কতটা লাভবান হবেন? জানুন।
প্রকৃতপক্ষে, গত বছর সোনার দাম প্রায় ৪৬% বেড়েছিল। আশ্চর্যজনকভাবে, এই বছরেই, অর্থাৎ ২০২৫ সালে, সোনার দাম আরও ৪০% বেড়ে গেছে। এক বছর আগে, ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ৭৫,০০০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ১,১০,০০০ টাকা।
বিশেষজ্ঞরা মনে করছেন, উৎসবের মরশুমে সোনার দাম সামান্য বাড়তে পারে। তবে সোনা ও রুপোর কিছুটা সংশোধন দেখা যেতে পারে। সোনার দাম ১০% পর্যন্ত কমতে পারে। এর অর্থ হল সোনার দাম আবারও ১ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। তাই যদি হয় তবে সোনার দাম দীর্ঘ সময়ের জন্য ১ লক্ষ টাকার মধ্যে থাকবে।
আজ কলকাতায় সোনার দাম কত?
আজ শুক্রবার কলকাতায় সোনার দাম গতকালের থেকে খানিকটা বেড়েছে। ২২ ক্যারেটের দাম রয়েছে ১০,২০৫ টাকা। ২৪ ক্যারেটের দাম ১১,১৩৩ টাকা ও ১৮ ক্যারেটের দাম ৮,৩৫০ টাকা। এর সঙ্গে জিএসটি অন্তর্ভুক্ত হবে। গতকালের থেকে সোনার গয়নায় সামান্য বৃদ্ধি হয়েছে। তবে উৎসবের মরশুমের আগে এই সময়ে সোনার দাম কিনে রাখলে লাভবান হবেন।