Advertisement

Gold Price Update: সোনার দাম পয়লা বৈশাখের আগে কমল না বাড়ল, আজ কলকাতায় Gold Rate কত?

সোনার দাম আরও বেড়ে গেল। শনিবার কলকাতায় সোনার দাম ফের বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা। পয়লা বৈশাখের মুখে সোনার দাম বাড়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারাও। আর কয়েক দিন বাদেই অক্ষয় তৃতীয়া। এদিন সোনা কেনার চল রয়েছে। তার আগে দাম বাড়ায় চিন্তা বাড়াচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

সোনার দাম বদল।সোনার দাম বদল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Apr 2025,
  • अपडेटेड 11:20 AM IST
  • সোনার দাম বদলে গেল।
  • শনিবার কলকাতায় সোনার দাম ফের বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা।
  • দাম বাড়ায় চিন্তা বাড়াচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের।

সোনার দাম আরও বেড়ে গেল। শনিবার কলকাতায় সোনার দাম ফের বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা। পয়লা বৈশাখের মুখে সোনার দাম বাড়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারাও। আর কয়েক দিন বাদেই অক্ষয় তৃতীয়া। এদিন সোনা কেনার চল রয়েছে। তার আগে দাম বাড়ায় চিন্তা বাড়াচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম কত? 

শনিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৭৭০ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৭৪৫ টাকা। অর্থাৎ, সোনার দাম বাড়ল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৫৬৭ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৫৪০ টাকা। ফলে সোনার দাম বাড়ল। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮৭ হাজার ৭০০ টাকা। গতকাল ছিল ৮৭ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫ হাজার ৬৭০ টাকা। গতকাল ছিল ৯৫ হাজার ৪০০ টাকা। 


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।

Read more!
Advertisement
Advertisement