Advertisement

Gold Price Falling Down: হুড়মুড়িয়ে কমছে সোনার দাম, সস্তা হচ্ছে রুপোও; রইল আজকের Gold Rate

ক্রমাগত কমছে সোনার দাম। গতকাল দু'হাজার টাকা পতনের পর আজ আরও কমল। পাল্লা দিয়ে কমছে রুপোর দামও। এখনই সোনায় বিনিয়োগের সেরা সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উৎসব শেষে কম দামে সোনা কেনার পরিকল্পনা থাকলে এখনই কিনুন। তার আগে জেনে নিন আজ কলকাতায় সোনা ও রুপোর রেট কত। 

আজকের সোনার দামআজকের সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 11:09 AM IST

ক্রমাগত কমছে সোনার দাম। গতকাল দু'হাজার টাকা পতনের পর আজ আরও কমল। পাল্লা দিয়ে কমছে রুপোর দামও। এখনই সোনায় বিনিয়োগের সেরা সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উৎসব শেষে কম দামে সোনা কেনার পরিকল্পনা থাকলে এখনই কিনুন। তার আগে জেনে নিন আজ কলকাতায় সোনা ও রুপোর রেট কত। 

কলকাতায় আজ সোনার দাম কত?
কলকাতায় আজ, ২৫ অক্টোবর অর্থাৎ শনিবার সোনার দাম রয়েছে ২৪ ক্যারেট প্রতি গ্রাম ১২,৫৬২ টাকা। ২২ ক্যারেটের দাম রয়েছে প্রতি গ্রাম ১১,৫১৫ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রামের দাম ৯,৪২২ টাকা প্রতি গ্রাম। গতকালের দামের থেকে আজ ১,১৫০ টাকা সস্তা হয়েছে সোনা। এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ ও ৩ শতাংশ জিএসটি।

কলকাতায় আজ রুপোর দাম কত রয়েছে?
গত কয়েকদিনে রুপোর দামও কয়েক হাজার টাকা কমেছে। আজ কলকাতায় রুপো বিকোচ্ছে ১,৫৫,০০০ টাকা প্রতি কেজিতে। প্রতি গ্রামের দাম ১৫৫ টাকা। 

দাম এত কমছে কেন?

  • কয়েক মাসের রেকর্ড লাভের পর মুনাফার পর সোনা ও রুপোর দাম কমছে।
  • মার্কিন-চিন বাণিজ্য উত্তেজনা হ্রাসের ফলে নিরাপদ বিনিয়োগের চাহিদা কমেছে। 
  • শক্তিশালী ডলার এবং স্থিতিশীল মার্কিন মুদ্রণযোগ্যতাও সোনার দামের উপর প্রভাব ফেলে।
  • ধনতেরাস এবং দীপাবলির পর দেশীয়ভাবে উৎসবের মরশুমের চাহিদা কমে গেছে।
     

Read more!
Advertisement
Advertisement