Advertisement

Gold Silver Rate: রেকর্ড উচ্চতায় সোনা, রুপো, আরও কতটা বাড়তে পারে দাম? জানুন টার্গেট প্রাইস

নতুন নতুন রেকর্ড করে চলেছে সোনা এবং রুপোর দাম। বিশেষত, মাল্টি কমোডিটি মার্কেটে এই দুই ধাতুর দাম বৃদ্ধি পাচ্ছে। আর সেই ধারা এই সপ্তাহেও অব্যাহত। সারা বিশ্বের অস্থির রাজনৈতিক পরিস্থিতিই সোনা এবং রুপোর দামকে ঠেলে উপরে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোনা ও রুপোর দামের টার্গেটসোনা ও রুপোর দামের টার্গেট
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 10:45 AM IST
  • নতুন নতুন রেকর্ড করে চলেছে সোনা এবং রুপোর দাম
  • মাল্টি কমোডিটি মার্কেটে এই দুই ধাতুর দাম বৃদ্ধি পাচ্ছে
  • সারা বিশ্বের অস্থির রাজনৈতিক পরিস্থিতিই সোনা এবং রুপোর দামকে ঠেলে উপরে নিয়ে যাচ্ছে

নতুন নতুন রেকর্ড করে চলেছে সোনা এবং রুপোর দাম। বিশেষত, মাল্টি কমোডিটি মার্কেটে এই দুই ধাতুর দাম বৃদ্ধি পাচ্ছে। আর সেই ধারা এই সপ্তাহেও অব্যাহত। সারা বিশ্বের অস্থির রাজনৈতিক পরিস্থিতিই সোনা এবং রুপোর দামকে ঠেলে উপরে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানলে অবাক হয়ে যাবেন, গত ১৫ দিনে সোনার দাম MCX-এ ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ও দিকে আবার বেড়েছে রুপোও। এই ধাতুর দাম চলতি বছরেই বেড়ে গিয়েছে ১৫ শতাংশ। আর গত এক বছরে ১৯০ শতাংশের বেশি রিটার্ন পাওয়া গিয়েছে রুপোয়।

সোনা এবং রুপোর বর্তমান দাম কত? 
বুধবার MCX-এ রেকর্ড করে সোনা। এটির দাম পৌঁছে যায় ১০ গ্রামে ১৪৩৫৯০ টাকায়। ও দিকে আবার বেড়েছে রুপোর দামও। এক কিলো রুপোর দাম পৌঁছে গিয়েছে ২৯১৪০৬ টাকায়। 

আবার দেশের অভ্যন্তরীণ মার্কেটের অবস্থাও ঠিক একই। এখানে ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১৪৩২০১ টাকায়। এটি বেড়েছে ০.৬৭ শতাংশ। এছাড়া রুপোর দামও বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এটির দামও ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ২৮৯০০০ টাকায়। বর্তমানে প্রশ্ন হল, সোনা-রুপোয় এখনও কি বিনিয়োগ করে চলা উচিত? আসুন এই বিষয়টা জেনে নেওয়া যাক।

কমোডিটি মার্কেটের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন? 
মার্কেটের বিশেষজ্ঞরা মনে করেন যে, সোনা-রুপোর দামে বৃদ্ধির একাধিক কারণ রয়েছে। এই দাম আরও বাড়ার রয়েছে সম্ভাবনা। 

এই প্রসঙ্গে ঋদ্ধি সিদ্ধি বুলিয়ানসের ডিরেক্টর এবং ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ কোঠারি জানান, দাম বৃদ্ধির পিছনে রয়েছে বিশ্ব রাজনীতির অস্থিরতা। 

কোঠারি আরও জানান, আমেরিকার ফেডারেল রিজার্ভের রেট কাট নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই সঙ্গে বিশ্বে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। যার ফলে বিনিয়োগকারীরা নতুন করে ঝুঁকি নিতে চাইছেন না। বিশেষত, আমেরিকার ভেনেজুয়েলা দখল এবং ইরানে মার্কিন আক্রমণের আশঙ্কাও দুই ধাতুতেই বিনিয়োগ করার ঝোঁক বৃদ্ধি পাচ্ছে। 

মোতিলাল ওসওয়াল কী বলছে? 
এই ব্রোকারেজ ফার্মের মতে, বিশ্বের একাধিক বড় বড় কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা এবং রুপো কিনছে। পাশাপাশি বিনিয়োগকারীও এতে ঢালছেন টাকা। তবে যতটা চাহিদা, সেই পরিমাণে জোগান নেই। যার ফলে দাম বাড়ছে।

Advertisement

নতুন কী টার্গেট? 
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনও বুলিশ মার্কেটে রুপোর দাম সোনার থেকে ১.৫-২ গুণ বেশি বাড়তে পারে। SAMCO সিকিউরিটিজের মতে, MCX সিলভারের দাম পৌঁছে যেতে পারে ৩.৯৪ লক্ষ টাকা প্রতি কেজি। আর সোনার দাম ১.৬০ লাখ টাকা পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছে মোতিলাল ওসওয়াল।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 
   

 

Read more!
Advertisement
Advertisement