Advertisement

WB Government AC Volvo Bus: দিঘা-পুরী-তারাপীঠ সহ ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং?

রাজ্যের পর্যটকদের জন্য সুখবর! এবার দিঘা, পুরী, তারাপীঠ, মায়াপুর, শিলিগুড়ি ও পুরুলিয়ার মতো জনপ্রিয় পর্যটন স্থানে চালু হতে চলেছে রাজ্য সরকারের ভলভো বাস পরিষেবা। এতদিন পর্যন্ত এই রুটগুলোতে মূলত বেসরকারি সংস্থার বাস চলত। এবার প্রথমবারের মতো সরকারি ভলভো চালু করতে চলেছে পরিবহণ দফতর। ভাড়া হবে বেসরকারি বাসের তুলনায় ৩০-৪০ শতাংশ কম, এবং থাকবে নির্দিষ্ট রেট—চাহিদা বাড়লেই ভাড়া বাড়বে না।

সরকারি ভলভো বাস।-প্রতীকী ছবিসরকারি ভলভো বাস।-প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2025,
  • अपडेटेड 11:48 AM IST
  • রাজ্যের পর্যটকদের জন্য সুখবর! এবার দিঘা, পুরী, তারাপীঠ, মায়াপুর, শিলিগুড়ি ও পুরুলিয়ার মতো জনপ্রিয় পর্যটন স্থানে চালু হতে চলেছে রাজ্য সরকারের ভলভো বাস পরিষেবা।
  • এতদিন পর্যন্ত এই রুটগুলোতে মূলত বেসরকারি সংস্থার বাস চলত।

রাজ্যের পর্যটকদের জন্য সুখবর! এবার দিঘা, পুরী, তারাপীঠ, মায়াপুর, শিলিগুড়ি ও পুরুলিয়ার মতো জনপ্রিয় পর্যটন স্থানে চালু হতে চলেছে রাজ্য সরকারের ভলভো বাস পরিষেবা। এতদিন পর্যন্ত এই রুটগুলোতে মূলত বেসরকারি সংস্থার বাস চলত। এবার প্রথমবারের মতো সরকারি ভলভো চালু করতে চলেছে পরিবহণ দফতর। ভাড়া হবে বেসরকারি বাসের তুলনায় ৩০-৪০ শতাংশ কম, এবং থাকবে নির্দিষ্ট রেট—চাহিদা বাড়লেই ভাড়া বাড়বে না।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ছ’টি ৯,৬০০ সিসি ভলভো বাস কেনা হয়েছে। প্রত্যেকটি বাসে থাকবে ৪৩টি যাত্রী আসন (চালক ও কন্ডাক্টরের বসার জায়গা বাদ দিয়ে), পুশব্যাক সিট, রিডিং লাইট এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। যাত্রীদের আরাম ও নিরাপত্তা মাথায় রেখেই এই বাসগুলি বিশেষভাবে তৈরি।

সব বাসই করুণাময়ী এবং ধর্মতলা থেকে ছাড়বে, যা শহরবাসীর জন্য যথেষ্ট সুবিধাজনক হবে। যদিও এখনও নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ হয়নি, পরিবহণ দফতর জানিয়েছে খুব শীঘ্রই টিকিট বুকিং অনলাইনে শুরু হবে। পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে কলকাতা-বকখালি ও কলকাতা-মন্দারমণি রুটেও এই পরিষেবা চালুর।

পরিবহণ দফতরের আধিকারিকরা জানান, বেসরকারি সংস্থাগুলি গত কয়েক বছরে এই সব জনপ্রিয় রুটে ভলভো বাস চালিয়ে ভালোই লাভ করেছে। সরকারি বাস পরিষেবা চালু হলে ভাড়া হবে ‘ফিক্সড’, এবং পরিষেবার মানও হবে প্রতিযোগিতামূলক।

 

Read more!
Advertisement
Advertisement