Advertisement

GST On Car-Bikes: Thar, Kia বা টাটা Nexon গাড়ি কিনতে কত টাকা বাঁচবে? GST ছাড়ের হিসাবটা বুঝুন

GST Council: উৎসবের মরসুমে কেন্দ্র সরকার দেশের সাধারণ মানুষ ও গাড়িপ্রেমীদের জন্য বড় উপহার ঘোষণা করল। দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দেশে মাত্র দুটি কর স্ল্যাব থাকবে, ৫% এবং ১৮%। যা কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Sep 2025,
  • अपडेटेड 10:13 AM IST
  • উৎসবের মরসুমে কেন্দ্র সরকার দেশের সাধারণ মানুষ ও গাড়িপ্রেমীদের জন্য বড় উপহার ঘোষণা করল।
  • দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

GST Council: উৎসবের মরসুমে কেন্দ্র সরকার দেশের সাধারণ মানুষ ও গাড়িপ্রেমীদের জন্য বড় উপহার ঘোষণা করল। দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দেশে মাত্র দুটি কর স্ল্যাব থাকবে, ৫% এবং ১৮%। যা কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।

গাড়ি ক্রেতাদের জন্য সুখবর
গাড়ি শিল্পের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে ছোট গাড়ি, ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল, তিন চাকার গাড়ি, বাস, ট্রাক এবং অ্যাম্বুলেন্সের ওপর। এতদিন এগুলির ওপর ২৮% জিএসটি দিতে হত, যা এখন কমে ১৮% করা হয়েছে। বিশেষত ১,২০০ সিসি-র কম পেট্রোল ইঞ্জিন ও ১,৫০০ সিসি-র কম ডিজেল ইঞ্জিন যুক্ত এবং দৈর্ঘ্যে ৪ মিটারের কম গাড়িগুলি সরাসরি এই ছাড়ের সুবিধা পাবে।

এর ফলে মারুতি সুজুকি আল্টো, টাটা নেক্সন, কিয়া সনেট, হুন্ডাই আই১০, আই২০, ভেন্যু, অরা–র মতো জনপ্রিয় মডেলের দামে ৭-৮ শতাংশ পর্যন্ত কমতি আসতে পারে।

থার বনাম নেক্সন: কার দাম কতটা কমবে?
মাহিন্দ্রা থারের তিন দরজা মডেলের দৈর্ঘ্য ৩,৯৮৫ মিমি এবং এতে ১.৫ লিটার ও ২.০ লিটার ইঞ্জিনের বিকল্প আছে। তাই ১.৫ লিটার ইঞ্জিন ভেরিয়েন্টটি ১৮% জিএসটি স্ল্যাবে পড়বে, ফলে দাম কমবে। কিন্তু পাঁচ দরজার থার রক্স মডেল দৈর্ঘ্যে ৪,৪২৮ মিমি এবং কেবল ২.০ লিটার ইঞ্জিন ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, তাই সেটি বিলাসবহুল গাড়ির মতো ৪০% করের আওতায় থাকবে।

অন্যদিকে টাটা নেক্সন দৈর্ঘ্যে ৩,৯৯৫ মিমি। এতে রয়েছে ১.২ লিটার পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। ফলে পুরো মডেলটিই এখন ১৮% জিএসটির আওতায় আসবে, যা আগে ছিল ২৮%। এর দাম কমার সম্ভাবনা নিশ্চিত।

দুচাকার গাড়ির বাজারে বড় সুবিধা
৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ওপর জিএসটি ২৮% থেকে কমে ১৮% হয়েছে। ফলে হিরো স্প্লেন্ডার, হোন্ডা শাইন, বাজাজ পালসার, টিভিএস অ্যাপাচি কিংবা কেটিএম ডিউকের মতো বাইকগুলির দাম কমবে। তবে ৩৫০ সিসির ওপরে বাইকগুলিকে ৪০% কর দিতে হবে।

Advertisement

অটো কম্পোনেন্ট ও কৃষিক্ষেত্রে স্বস্তি
অটো যন্ত্রাংশের ওপর অভিন্ন ১৮% জিএসটি কার্যকর হবে, যা কম্পোনেন্ট শিল্পকে ব্যাপকভাবে উপকৃত করবে। একইসঙ্গে কৃষি যন্ত্রপাতি ও ট্রাক্টরের ওপর কর ১২% থেকে নেমে ৫% করা হয়েছে। ১২টি জৈব কীটনাশকেও এখন ৫% হারে কর দিতে হবে। এর ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

সরকারের দাবি
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “সাধারণ মানুষ, শ্রমঘন শিল্প এবং কৃষিক্ষেত্রকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত। একইসঙ্গে কর কাঠামোর দীর্ঘদিনের অসঙ্গতি দূর করা হয়েছে।”

 

Read more!
Advertisement
Advertisement