Advertisement

Hero Xtreme 125R এর নতুন ভ্যারিয়েন্ট আসছে, দাম কত? বড় UPDATE

Xtreme 125R এর নতুন ভার্সান আনল Hero MotoCorp। ভারতের বাজারে ইতিমধ্যেই সেই বাইক লঞ্চ হয়ে গিয়েছে। দাম ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

 গ্রাফিক্স এবং ফিচার্সের দিক থেকে বেশ কিছু আপডেট করা হয়েছে। গ্রাফিক্স এবং ফিচার্সের দিক থেকে বেশ কিছু আপডেট করা হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2025,
  • अपडेटेड 3:43 PM IST
  • Xtreme 125R এর নতুন ভার্সান আনল Hero MotoCorp।
  • ভারতের বাজারে ইতিমধ্যেই সেই বাইক লঞ্চ হয়ে গিয়েছে। 
  • দাম ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

Xtreme 125R এর নতুন ভার্সান আনল Hero MotoCorp। ভারতের বাজারে ইতিমধ্যেই সেই বাইক লঞ্চ হয়ে গিয়েছে। দাম ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ডিজাইন প্রায় আগের মতোই আছে। তবে ওভার অল গ্রাফিক্স এবং ফিচার্সের দিক থেকে বেশ কিছু আপডেট করা হয়েছে। তবে ইঞ্জিন এবং মেকানিক্যাল সেগমেন্টে খুব বেশি চেঞ্জ করা হয়নি।

নতুন রঙ
নতুন ভ্যারিয়েন্টে কালারের অপশন আগের তুলনায় অনেক বেশি। তিনটি নতুন শেডে Hero Xtreme 125R পাবেন:

Black Pearl Red

Black MatShadow Grey

Black Leaf Green

প্রতিটি রঙের ক্ষেত্রেই নতুন গ্রাফিক্স থাকছে। আর গ্রাফিক্সও খুব Subtle। অল্পের মধ্যেই বাইকে বেশ একটা স্পোর্টি লুক এসেছে।

ফিচার্সে বড় চমক
নতুন ভার্সানে ride-by-wire থ্রটল যোগ করা হয়েছে। এর ফলে বাইকে ক্রুজ কন্ট্রোল এবং তিনটি রাইড মোড( Power, Road এবং Eco) পাবেন। Glamour X মডেলের মতো সেগমেন্টেড কালার LCD ডিসপ্লে দিয়ে এই রাইড মোডগুলি চেঞ্জ করতে পারবেন।

এছাড়াও, এই সেগমেন্টে এই প্রথমবার সামনে ও পিছনে ডুয়াল ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল ABS দেওয়া হয়েছে। ফলে সেফটির দিক থেকেও বাইকটি বেশ ভাল। 

ইঞ্জিন ও পারফর্ম্যান্স
124.7cc সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন পাবেন। সর্বোচ্চ 11.5 hp পাওয়ার এবং 10.5 Nm টর্ক জেনারেট করে। সঙ্গে রয়েছে ফাইভ স্পিড গিয়ারবক্স। স্পোর্টি কমিউটার সেগমেন্টে বাইকটি পজিশন করছে হিরো। আর সেই কারণেই বেশ ভাল পিক আপ আছে।

এই সেগমেন্টে আর অন্য কী অপশন আছে?
বাজারে Xtreme 125R এর অল্টারনেট হিসাবে TVS Raider, Honda CB125 Hornet এবং Bajaj Pulsar N125 রয়েছে।

Xtreme 125R এর দাম কত?
নতুন ভ্যারিয়েন্টের দাম ১.০৪ লাখ টাকা(এক্স শোরুম)। লক্ষ্যণীয়, TVS Raider এর টপ মডেলের তুলনায় এর দাম প্রায় ৯,০০০ টাকা বেশি। তবে Raider এ ডুয়াল-চ্যানেল ABS এবং ride by wire ফিচার নেই। আর সেই কারণেই নতুন Xtreme 125R কিছুটা হলেও এগিয়ে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement