Advertisement

Hindenburg Effect on Adani Shares: হিন্ডেনবার্গ রিপোর্ট আসতেই ফের আদানির শেয়ারে ধস, আজ কী অবস্থা বাজারে?

Hindenburg Effect Adani Shares: ফের হিন্ডেনবার্গ রিপোর্ট। ফের ধস আদানির শেয়ারে। শুক্রবার এক নয়া রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে দাবি করা হয়, SEBI-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচ নাকি আদানি গোষ্ঠী শেয়ার কারচুপিতে জড়িত। হিন্ডেনবার্গের অভিযোগ, আদানিরা নিজেদের টাকায় বারমুডা ও মরিশাসে দুইটি ফান্ড তৈরি করেছে। সেই ফান্ড থেকেই আদানি গোষ্ঠীর প্রচুর শেয়ার কেনা হয়।

Hindenburg ReportHindenburg Report
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2024,
  • अपडेटेड 11:15 AM IST
  • ফের হিন্ডেনবার্গ রিপোর্ট। ফের ধস আদানির শেয়ারে।
  • শুক্রবার এক নয়া রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ।
  • তাতে দাবি করা হয়, SEBI-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচ নাকি আদানি গোষ্ঠী শেয়ার কারচুপিতে জড়িত।

Hindenburg Effect Adani Shares: ফের হিন্ডেনবার্গ রিপোর্ট। ফের ধস আদানির শেয়ারে। শুক্রবার এক নয়া রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে দাবি করা হয়, SEBI-র চেয়ারপার্সন মাধবী পুরী বুচ নাকি আদানি গোষ্ঠী শেয়ার কারচুপিতে জড়িত। হিন্ডেনবার্গের অভিযোগ, আদানিরা নিজেদের টাকায় বারমুডা ও মরিশাসে দুইটি ফান্ড তৈরি করেছে। সেই ফান্ড থেকেই আদানি গোষ্ঠীর প্রচুর শেয়ার কেনা হয়। এর ফলে কৃত্রিমভাবে আদানির শেয়ারে দাম ফুলিয়ে-ফাঁপিয়ে বাড়িয়ে দেওয়া হয়। এই অভিযোগ তারা দেড় বছর আগেও তুলেছিল। কিন্তু চাঞ্চল্যকর বিষয়টি হল, এবার তাদের দাবি, এই দুই তহবিলের নাকি মালিকানায় অংশীদার ছিলেন সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচ।

সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী। সেবি-র শোকজ নোটিশ পেয়েই পাল্টা এহেন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তাঁরা। 

এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি দিয়ে তদন্তের দাবি তুলেছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি।

এমন প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই ফের ধস নেমেছে আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারে। বছর দেড়েক আগে, হিন্ডেনবার্গ রিপোর্টের সময়ও একইভাবে ধস নেমেছিল আদানির শেয়ারে। সময়ের সঙ্গে, সেবির ক্লিনচিট পাওয়াতে ফের ঘুরে দাঁড়ায় আদানি গোষ্ঠীর শেয়ার। কিন্তু শুক্রবারের রিপোর্টের পর সোমবার ফের ধস নামল তাদের বিভিন্ন সংস্থার শেয়ারে। আসুন এক নজরে সোমবার(সকাল ১০টা নাগাদ) আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের অবস্থা দেখে নেওয়া যাক। 

১.  আদানি এন্টারপ্রাইজ (Adani Enterprises Ltd Share)

সোমবার আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৩.৫২% কমেছে। আদানি এন্টারপ্রাইজ আদানি গোষ্ঠীর ফ্ল্যাগশিপ সংস্থা।
 

আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম

২. আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন 

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারও নিম্নমুখী হয়েছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডিংয়ে ২.১৪% কমেছে। বর্তমানে সংস্থার শেয়ারের দাম ১,৫০২ টাকা। আগের ক্লোজিংয়ের তুলনায় ৩২.৬০ টাকা কমেছে। 

৩. আদানি পাওয়ার (Adani Power Share Price)

Advertisement

আদানি পাওয়ারের শেয়ারের দাম ৩.৩৯% হ্রাস পেয়েছে। আগের ক্লোজিংয়ের তুলনায় যা প্রায় ২২.৮০ টাকা কম। বর্তমানে আদানি পাওয়ারের শেয়ারের দাম ৬৭১.৫০ টাকা। 

৪. আদানি গ্রিন এনার্জি (NSE: ADANIGREEN)

আদানি গ্রিন এনার্জির শেয়ারও এদিন কমেছে। ইন্ট্রাডে ট্রেডিংয়ে সোমবার সংস্থার শেয়ার ৩.০২% হ্রাস পেয়েছে। আগের ক্লোজিংয়ের তুলনায় ৫১ টাকা কমে ১,৭২৯.৮৫ টাকায় নেমেছে। 


৫. আদানি উইলমার লিমিটেড (Adani Wilmar Ltd)

আদানি উইলমারের শেয়ার ৩.০৪% হ্রাস পেয়েছে। আগের ক্লোজিংয়ের তুলনায় ১১.৫৫ টাকা কম। শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৭৪.০৫ টাকা। ৫২ সপ্তাহের সর্বোচ্চ ছিল ৪১০.৫০ টাকা। 

৬. আদানি টোটাল গ্যাস (Adani Total Gas)

আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ৪২.৭০ টাকা কমেছে (৪.৯৭%)। বর্তমানে শেয়ারের দাম ৮২৬ টাকা। ৫২ সপ্তাহের সর্বোচ্চ ছিল ১,২৫৯ টাকা। 

এছাড়াও আদানি এনার্জি সলিউশনের শেয়ারও এদিন ২.২০% হ্রাস পেয়েছে। 

সোমবার NSE-র Top Losers তালিকাতেও শীর্ষে ছিল আদানি এন্টারপ্রাইজের শেয়ার। 

আজ NSE-র টপ লুজার্স



দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement