Advertisement

Smartphone News: ৪,০০০ এরও কমে টেকসই ফোন আনল Nokia র নির্মাতা কোম্পানি, কিনবেন নাকি?

নোকিয়ার ফোন মানেই টেকসই, ভাল ব্যাটারি। একবার চার্জ দিলেই চলত দিনভর। হাত থেকে পড়ে গেলেও কিছু হত না। এবার সেই পুরনো দিনের স্মৃতি ফেরাতেই মাঠে নেমেছে নোকিয়ারই পুরনো সঙ্গী, HMD।

সস্তায় দারুণ টাচ ফোন আনল HMD।সস্তায় দারুণ টাচ ফোন আনল HMD।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2025,
  • अपडेटेड 6:11 PM IST
  • নোকিয়ার ফোন মানেই টেকসই, ভাল ব্যাটারি।
  • একবার চার্জ দিলেই চলত দিনভর।
  • এবার সেই পুরনো দিনের স্মৃতি ফেরাতেই মাঠে নেমেছে নোকিয়ারই পুরনো সঙ্গী, HMD।

নোকিয়ার ফোন মানেই টেকসই, ভাল ব্যাটারি। একবার চার্জ দিলেই চলত দিনভর। হাত থেকে পড়ে গেলেও কিছু হত না। এবার সেই পুরনো দিনের স্মৃতি ফেরাতেই মাঠে নেমেছে নোকিয়ারই পুরনো সঙ্গী, HMD। ভারতে এক নতুন হাইব্রিড ফোন, HMD Touch 4G লঞ্চ করল সংস্থা। দাম মাত্র ৩,৯৯৯ টাকা। ফিচার্সে ভরপুর। ফোনটি দেখতে অনেকটা নোকিয়ার পুরনো Asha সিরিজের ফোনগুলির মতো। কিন্তু পার্থক্য হল, এটি সম্পূর্ণ টাচ স্ক্রিন। কোনও কী-প্যাড নেই। ছোট, মজবুত এবং ব্যবহার করাও সহজ। স্টুডেন্ট বা সিনিয়র সিটিজেনদের জন্য পারফেক্ট। অথবা যাঁরা শুধু কল আসা যাওয়া ও ইউপিআই পেমেন্টের জন্য সিম্পল কোনও ফোন চান, তাঁদের জন্যও বেশ ভাল। 

এক নজরে স্পেসিফিকেশন জেনে নিন
HMD Touch 4G তে ৩.২ ইঞ্চির QVGA টাচ ডিসপ্লে পাবেন। রয়েছে Unisoc T127 প্রসেসর। ৬৪ এমবি র‍্যাম এবং ১২৮ এমবি স্টোরেজ রয়েছে। তবে চিন্তার কিছু নেই, চাইলে ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যাবে।

সবচেয়ে মজার বিষয়টি হল, এই ফোনে ক্লাউড সার্ভিসও রয়েছে। এর মাধ্যমে সরাসরি ক্রিকেট রেজাল্ট, আবহাওয়ার খবর, নিউজ ইত্যাদিও ডাইরেক্ট দেখতে পাবেন।

Wi-Fi কানেক্টিভিটিও পাবেন। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারে কোনও সমস্যা হবে না। সামনে এবং পেছনে, দু’দিকেই ক্যামেরা রয়েছে। 

স্পেশাল ফিচার্স
এক্সপ্রেস চ্যাট বলে একটি অ্যাপও রয়েছে। টেক্সট বা ভিডিও চ্যাট করতে পারবেন। রয়েছে কুইক কল বাটন। এর মাধ্যমে এক ক্লিকেই ভয়েস মেসেজ রেকর্ড করা যাবে।

ব্যাটারি ও চার্জিং
১,৯৫০ mAh ব্যাটারি রয়েছে। টাইপ-সি চার্জিং পোর্ট পাবেন। কোম্পানির দাবি, এক চার্জে ফোনটি ৩০ ঘণ্টা পর্যন্ত চলবে।

দাম
সায়ান এবং ডার্ক ব্লু, এই দুই রঙে HMD Touch 4G পাওয়া যাবে। দাম মাত্র ৩,৯৯৯ টাকা। HMD.com ওয়েবসাইট থেকে কেনা যাবে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ও অফলাইন দোকানেও মিলবে। 

Read more!
Advertisement
Advertisement