GST কমতেই Honda র বেশ কিছু জনপ্রিয় বাইক ও স্কুটারের অনরোড প্রাইস কমছে। শুধু দামি বাইক নয়। সস্তার Activa থেকে দামি CB350, সব মডেলেই হাজার হাজার টাকা সাশ্রয় হবে। নিঃসন্দেহে এটি দেশের বাইকপ্রেমীদের জন্য সুখবর। মডেলের উপর ডিপেন্ড করে আগের তুলনায় ১৮,৮৮৭ টাকা পর্যন্ত সস্তা হচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন জিএসটি রেট লাগু হওয়ার পর গ্রাহকদের যতটা সম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরও পড়ুন: Activa থেকে Enfield, GST কমতেই দারুণ সস্তায় বাইক, স্কুটার, রইল হিসাব
কোন বাইকের অন রোড কত টাকা কমল?
GST কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ৩৫০ সিসির নীচের সব টু হুইলারেরই ট্যাক্স কমানো হয়েছে। আগে এই সমস্ত বাইক, স্কুটারেই ২৮ শতাংশ জিএসটি চাপত। এখন ৩৫০ সিসির কমের বাইকে ১৮ শতাংশ। জিএসটি বসছে। অন্যদিকে এর চেয়ে বেশি সিসির বাইকে রেট বেশি। এর পিছনে আইডিয়া হল, মধ্যবিত্ত শ্রেণি সাধারণত ৩৫০ সিসি বা তার কম দামের বাইকই কেনেন। ফলে তাঁদের ছাড় দিলে সুবিধাই হবে।
ফলে বাজারে সমস্ত কোম্পানিরই জনপ্রিয় মডেলগুলির দাম কমছে। এর মধ্যে রয়েছে যেমন Activa, Dio, Shine, Unicorn এর মতো সাধারণ কমিউটার আছে, তেমনই CB350 র মতো তুলনামূলকভাবে মডেলও আছে।
উদাহরণস্বরূপ,
Activa 110 র দাম ৭,৮৭৪ টাকা অবধি কমছে।
Dio 110 র দাম কমল ৭,১৫৭ টাকা পর্যন্ত।
Shine 125 তে ছাড় ৭,৪৪৩ টাকা।
Unicorn এর দাম কমল প্রায় ৯,৯৪৮ টাকা।
Hornet 2.0 তে ১৩,০২৬ টাকা পর্যন্ত ছাড়।
CB350 H’ness এ কমল প্রায় ১৮,৫৯৮ টাকা।
আর, সবচেয়ে দাম কমছে CB350 মডেলের, ১৮,৮৮৭ টাকা।
প্রিমিয়াম বাইকের দাম বাড়বে
সব মডেলেই যে দাম কমছে তা নয়। Honda র বিলাসবহুল ইম্পোর্টেড বা ৩৫০ সিসির বেশির বাইকগুলিতে জিএসটি বাড়ছে। এবার থেকে প্রিমিয়াম বাইকে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। ফলে এই ক্যাটাগরির বাইকগুলির দাম উল্টে বাড়বে বলেই জানাচ্ছে সংস্থা। ফলে যাঁরা একটু প্রিমিয়াম বাইক কেনার পরিকল্পনা করছেন, তাঁদের আরও বেশ কিছু টাকা খরচ করতে হবে।
গ্রাহকদের লাভ
বিভিন্ন কোম্পানির ডিলাররা বলছেন, উৎসবের মরসুমে বাইক, স্কুটারে এই ছাড় নিঃসন্দেহে ভাল ব্যাপার। কারণ ভারতের বাজারে ৩৫০ সিসির নিচের বাইক ও স্কুটারের চাহিদাই সবচেয়ে বেশি। ফলে মধ্যবিত্ত ক্রেতারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।