তীব্র দহনের পর, রাজ্যজুড়ে জেলায় জেলায় হচ্ছে ঝড়-বৃষ্টি, সঙ্গে কালবৈশাখী। বজ্রপাতের দাপট, আচমকা বিদ্যুতের ঝলকানি। জেলার নানান প্রান্ত থেকে বাজে পড়ে মৃত্যুর খবরও মিলছে। এই সময়ে বাজ পড়ে মৃত্যুর ঘটনা খুব ঘটে থাকে। তাই বৃষ্টি বাদলের এই বজ্রবিদ্যুতের সময় কিছু জিনিস কঠোরভাবে মানা উচিত, সতর্ক থাকা উচিত।
বাজ পড়ার সময় কী কী সতর্কতা অবলম্বন করবেন?
- ভুলেও খোলা ছাদ, বাড়ির বারান্দা, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবেন না। ঝড়-বৃষ্টির সময় বাড়িতেই থাকুন। পুকুর বা কোনও জলাশয়ের কাছে থাকবেন না।
- বাড়ির ভিতরে থাকলে ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। সিমেন্টের কংক্রিট মেঝেতে বসবেন না বা দেওয়ালে দাঁড়িয়ে থাকবেন না।
- বজ্রপাতের সময় বাইরে থাকলে নিরাপদ আশ্রয় খুঁজে দাঁড়াবেন। দোকান বা বাড়ির নীচে দাঁড়ান। ফাঁকা জায়গায় বা বাস স্ট্যান্ড-যাত্রী ছাউনিতে দাঁড়াবেন না।
- বাজ পড়ার সময় ফাঁকা মাঠে থাকলে নিজেকে এক কোণে গুটিয়ে রাখুন। গাছের তলায় ভুলেও দাঁড়াবেন না। মাটিতে শুয়ে থাকবেন না।
- বাড়ির সমস্ত ইলেকট্রিক কানেকশন বন্ধ করে রাখবেন। এসময় ফোন, ইন্টারনেট, ল্যাপটপ কিচ্ছু চালাবেন না। ধাতব বস্তু এড়িয়ে চলুন।
- এইসময় ধাতব কল, পাইপ, সিঁড়ির রেলিং, ইত্যাদি ছোঁবেন না।
- গাড়ি চলে গাড়ির কাঁচ নামিয়ে রাখবেন।
- চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকবেন না। রাবারের জুতো পরে রাস্তায় বেরোবেন।
আইএমডি-র হিসেব অনুযায়ী, ২০১৯-২০২০ সাল অবধি ভারতে বজ্রপাতের ঘটনা বেড়েছে। এই সময়ের মধ্যে চার লাখের বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে। তাই বজ্রপাত নিয়ে অবহেলা করবেন না, নিজেও সতর্ক থাকুন এবং অপরকেও সতর্ক করুন।