Advertisement

Tatkal Ticket Booking Rule : একজন ব্যক্তি কতগুলো তৎকাল টিকিট কাটতে পারেন? জেনে নিন

ট্রেনে তৎকাল টিকিটের চাহিদা সব সময় বেশি থাকে। জরুরি ভিত্তিতে কোথাও যাওয়ার জন্য তৎকাল টিকিটের প্রয়োজন বেশি হয়। এতে টাকা একটু বেশি খরচ হয় ঠিকই তবে তৎকাল টিকিট যাত্রীদের কাছে প্রয়োজনীয়।

File Photo File Photo
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 2:08 PM IST
  • একজন ব্যক্তি কতগুলো তৎকাল টিকিট কাটতে পারেন
  • জেনে নিন নতুন নিয়ম

ট্রেনে তৎকাল টিকিটের চাহিদা সব সময় বেশি থাকে। জরুরি ভিত্তিতে কোথাও যাওয়ার জন্য তৎকাল টিকিটের প্রয়োজন বেশি হয়। এতে টাকা একটু বেশি খরচ হয় ঠিকই তবে তৎকাল টিকিট যাত্রীদের কাছে প্রয়োজনীয়। অনেকে বাড়িতে বসেই তৎকাল টিকিট কেটে নিয়ে থাকেন। কেউ কেউ আবার এজেন্টদের সাহায্য নেন। সেই এজেন্টরা কমিশনের ভিত্তিত্তে টিকিট কেটে দেয়। তবে ভারতীয় রেলের তরফে টিকিট কাটার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। 

এখন তৎকাল টিকিট কাটার জন্য বুকিংয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যকের বেশি তৎকাল টিকিট কেউ কাটতে পারবেন না। এখন তৎকাল টিকিচ বুক করার জন্য আধার লিঙ্ক করা প্রয়োজনীয়। আপনার ITRCTC অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার নম্বর লিঙ্ক করা থাকে তবেই তৎকাল কাটতে পারবেন। 

রেলের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনও ব্যক্তি দিনে মাত্র দুটো টিকিট বুক করতে পারেন। একটি টিকিট অর্থাৎ একটি পিএনআর, সেই হিসেবে তা থেকে সর্বোচ্চ ৪ জনের টিকিট বুক করা যেতে পারে। অর্থাৎ ২ টো টিকিট বা পিএনআর-এ আটজনের। এর থেকে বেশি টিকিট বুক করা যাবে না।

তবে হ্যাঁ, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে অসুবিধে হবে না। টিকিট বেশি বুক করতে পারবেন। না হলে আপনাকে এজেন্টদের সাহায্য নিতে হবে। 

মাথায় রাখবেন, যদি আপনি এসি কোচে ভ্রমণ করতে চান তাহলে তৎকাল টিকিট কাটার জন্য ভ্রমণের তারিখের আগের দিন সকাল ১০ টায় খুলবে। স্লিপার ক্লাসে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের কাউন্টারটি সকাল ১১ টায় খুলবে।

যাঁরা এজেন্ট, তাঁদের জন্য তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের কাউন্টারটি ৩০ মিনিট পরে খুলবে। আপনি স্টেশন কাউন্টার বা আইআরসিটিসি মোবাইল অ্যাপ থেকে তৎকাল ট্রেনের টিকিট বুক করতে পারেন। তৎকাল ট্রেনের টিকিট দ্রুত বুক করার জন্য, আপনার যাত্রীদের বিবরণ এবং টাকা আগে থেকেই ওয়ালেটে যোগ করা উচিত। তা করা থাকলে তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের সম্ভাবনা বেড়ে যায়। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement