
কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকের চোখেই রয়েছে। তাঁরা সেই মতো প্ল্যান করতে চান। কিন্তু মুশকিল হল, হাতে একগাদা টাকা না থাকায় তাঁরা সেই স্বপ্নপূরণ সম্ভব নয় বলে ধরে নেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঠিকঠাক ফিনান্সিয়াল প্ল্যানিং থাকলে অনায়াসে জমিয়ে ফেলা যাবে ১ কোটি টাকা। আর তার জন্য মাসে মাসে একগাদা টাকা জমাতে হবে। বরং মাত্র ৫ হাজার টাকা প্রতিমাসে জমিয়েই কোটিপতি হতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্কে FD বা RD না করে আপনাকে মিউচুয়াল ফান্ড করতে হবে। তাতে প্রতিবছর আপনার জমানো টাকা ১২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। তার ফলেই আপনি কোটিপতি হতে পারেন।
মিউচুয়াল ফান্ড নিয়ে দুই-চার কথা
আজকাল মোটের উপর সকলেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন। তবে যাঁরা জানেনে না, তাঁদের কয়েকটা কথায় বিষয়টা বুঝিয়ে দিই।
আসলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি সরাসরি স্টকে বিনিয়োগ করেন না। বরং আপনি একটি মিউচুয়াল ফান্ডে টাকা লাগান। এবার সেই মিউচুয়াল ফান্ডের যা থিম রয়েছে, সেই অনুযায়ী টাকা বিভিন্ন স্টকে বিনিয়োগ করেন এক বিশেষজ্ঞ। আর যেই বিশেষজ্ঞ আপনার টাকা বিনিয়োগ করেন, তাঁকে বলা হয় ফান্ড ম্যানেজার। তিনি ঠিক করেন, কখন কোন ফান্ডে বিনিয়োগ করা হবে। কতটা টাকা বিনিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি।
আর দেখা গিয়েছে ভারতীয় বাজারে মিউচুয়াল ফান্ডে মোটামুটি গড়ে ১২ শতাংশ হারে প্রতিবছর রিটার্ন মেলে।
এখানে আর একটা কথা বলি আপনাকে। আসলে মিউচুয়াল ফান্ডে দুইভাবে বিনিয়োগ করা যায়। প্রথমত, আপনি একবারে টাকা বিনিয়োগ করতে পারেন। এটাকে বলা হয় লাম্পসাম। আর প্রতিমাসেও করা যায় টাকা বিনিয়োগ। তাকে বলা হয় SIP। আর SIP করেই জমিয়ে ফেলা সম্ভব ১ কোটি টাকা।
কত দিন লাগতে পারে ১ কোটিতে পৌঁছাতে?
ধরে নেওয়া যাক আপনি ৫ হাজার টাকা করে SIP করছেন। আর তাতে আপনি ১২ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন। সেক্ষেত্রে আপনার ১ কোটি টাকা জমাতে লেগে যেতে পারে ২৯ থেকে ৩০ বছর।
এক্ষেত্রে ৩০ বছরে আপনি জমিয়ে ফেলবেন ১৮ থেকে ১৯ লক্ষ টাকা। সেই টাকায় রিটার্ন পাবেন ৮১ থেকে ৮২ লক্ষ টাকা। যার ফলে আপনি ১ কোটি টাকা জমিয়ে ফেলতে পারবেন।
তবে রিটার্ন যদি একটু বেশি পান, ধরা যাক ১৪ শতাংশ হারে যদি টাকা পান, তাহলে ২৬ বছরে জমে যাবে ১ কোটি। এছাড়া ১৫ শতাংশ হারে রিটার্ন পেলে লেগে যেতে পারে ২৪ হাজার টাকা। তাই এখন থেকেই টাকা জমানো শুরু করে দিন।