Advertisement

Private Jet: প্রাইভেট জেটের কত দাম, কীভাবে কিনতে পারেন? জেনে নিন

আমাদের দেশের অনেকেই প্রাইভেট বিমান রয়েছে। প্রাইভেট বিমান বিলাসবহুল জীবনযাপনের প্রতীক হয়ে উঠেছে আজকাল। প্রাইভেট জেট বেশিরভাগই শিল্পপতিরা ব্যবহার করেন। তাঁরা বিমানবন্দরের ভিড় এড়ানোর জন্য নিজেদের কেনা বিমানে চড়েন।

প্রাইভেট জেটের কত দাম, কীভাবে কিনতে পারেন? জেনে নিনপ্রাইভেট জেটের কত দাম, কীভাবে কিনতে পারেন? জেনে নিন
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 28 Feb 2025,
  • अपडेटेड 12:01 PM IST
  • একটি প্রাইভেট জেটের দাম ২ মিলিয়ন ডলার থেকে ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে
  • ফিচার ও সুবিধার উপর নির্ভর করে দাম কম বেশি হয়

আমাদের দেশের অনেকেই প্রাইভেট বিমান রয়েছে। প্রাইভেট বিমান বিলাসবহুল জীবনযাপনের প্রতীক হয়ে উঠেছে আজকাল। প্রাইভেট জেট বেশিরভাগই শিল্পপতিরা ব্যবহার করেন। তাঁরা বিমানবন্দরের ভিড় এড়ানোর জন্য নিজেদের কেনা বিমানে চড়েন। তাতে সুবিধামতো প্রাইভেট জেটে উড়তে পারেন। কারণ, প্রাইভেট জেটের ক্ষেত্রে কোনও ধরনের চেক-ইন প্রসেস নেই বা আপনাকে সিকিউরিটি চেকের মধ্য দিয়ে যেতে হবে না। একটি প্রাইভেট জেটে আপনি কেবল একটি শান্ত এবং ব্যক্তিগত পরিবেশই পান না, এতে অনেক সুবিধাও রয়েছে। শুধু তাই নয়, প্রাইভেট জেটে মিটিংও করতে পারবেন। অনেকেরই এই প্রশ্ন মনে আসে যে একটি প্রাইভেট জেটের দাম কত? আপনিও যদি এই বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।

একটি প্রাইভেট জেটের দাম ২ মিলিয়ন ডলার থেকে ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এতে থাকা ফিচার ও সুবিধার উপর নির্ভর করে দাম কম বেশি হয়। একটি প্রাইভেট জেট কিনতে শুধু টাকাই লাগে না, এটি রক্ষণাবেক্ষণ করতেও অনেক খরচ হয়। এর মধ্যে অনেক ধরনের খরচ। যেমন জেটের পার্কিং, পাইলটের বেতন, জ্বালানি, এয়ারপোর্টের চার্জ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

আপনি যদি একটি ব্যক্তিগত জেট কিনতে চান, তাহলে আপনাকে বিমান পরিবহন সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি যেমন সেকেন্ড হ্যান্ড বাইক বা গাড়ি কেনেন, তেমনি আপনি সেকেন্ড হ্যান্ড প্রাইভেট জেটও কিনতে পারেন। এগুলো একটু সস্তা। এছাড়া প্রাইভেট জেটও ভাড়াও পাওয়া যায়।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement