
UIDAI আধার অ্যাপের একটি নয়া সংস্করণ চালু করেছে। যা আধার ব্যবহারকারীদের কোনও কেন্দ্রে না গিয়ে সরাসরই তাদের ফোন থেকে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আপডেট করার সুবিধা দেবে।
এখনও পর্যন্ত আধার লিঙ্ক করা মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর ভোগান্তি পোয়াতে হত। এই নয়া আপডেটের মাধ্যমে ইউজাররা তাদের ফোনে মাত্র কয়েকটি ট্যাপ করেই সমস্যার সমাধান করতে পারবেন।
কীভাবে কাজ করবে নয়া আপডেট?
> মোবাইল নম্বর আপডেট অপশনটি লাইভ হয়ে গিয়েছে আধার অ্যাপে।
> নাম, ঠিকানা বা ইমেল পরিবর্তনের মতো অন্যান্য তথ্য আপডেটও শীঘ্রই আসছে।
> উল্লেখ্য, জন্ম তারিখ আপডেটকরার অপশন এখনও দেখা যাচ্ছে না আধার অ্যাপে।
> বায়োমেট্রিক আপডেটের জন্য আঙুলের ছাপ, রেটিনা স্ক্যান বা ছবি অফলাইনেই করতে হবে। এই ধরনের আপডেটের জন্য এখনও আধার তালিকাভুক্ত কেন্দ্রেই যেতে হবে।
তাই আপাতত মোবাইল নম্বরই একমাত্র আধার তথ্য যা ঘরে বসে আপডেট করা সম্ভব হচ্ছে।
আধারের সঙ্গ একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর লিঙ্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনও সরকারি পরিষেবা পেতে, OTP ভিত্তিক প্রমা দিতে গেলে মোবাইল নম্বর আবশ্যিক।
এই নয়া আধার আপডেট মানুষের ভোগান্তির সুরাহা করবে, সময় বাঁচাবে। বিশেষ করে যারা ফোন নম্বর পরিবর্তন করছেন তাদের জন্য এটি অত্যন্ত উফকারী। প্রবীণ নাগরিক, শয্যাশায়ী অথবা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের আধার কেন্দ্রে যাওয়ার হাত থেকে রেহাই দেবে এই আপডেট।
সময়ের সঙ্গে সঙ্গে যখন UIDAI অ্যাপে নাম, ঠিকানা, ইমেল, জন্ম তারিখ আপডেট অ্যাক্টিভ হয়ে যাবে তখন ইউজাররা তাদের ডেটার উপর অনেক বেশি নিয়ন্ত্র রাখতে পারবেন। সবটাই ঘরে বসে।
নতুন মোবাইল নম্বর আপডেটের জন্য যা জানা জরুরি
> স্মার্টফোন, অ্যান্ড্রয়েড বা iOS-এ আধার অ্যাপ অথবা নতুন আধার অ্যাপ ইনস্টল থাকতে হবে।
> যখন আপনি মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আবেদন করবেন তখন অ্যাপটি নতুন নম্বরে একটি OTP পাঠাবে এবং আপনার পরিচয় যাচাই করার জন্য ফেস-অথেনটিকেশন চাইবে।
> একবার যাচাই হয়ে গেলে আপনার মোবাইল নম্বর আধার রেকর্ডে আপডেট করা হবে। কোনও কাগজপত্র বা কেন্দ্রে যাওয়ার আর প্রয়োজন পড়বে না।