Advertisement

Sir Enumeration Form Check: আপনার SIR ফর্ম আপলোড করেছেন তো BLO? বাড়ি বসেই জানুন, রইল পদ্ধতি

বাংলায় ৪ নভেম্বর থেকে চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় শংশোধন। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে এসেছেন BLO রা। তারপর সেই ফর্ম ফিলআপ করে সই করে জমাও দিয়ে দিয়েছেন অনেক। এরপর আপনার ফিল করা সেই তথ্য ডিজিটালাইজ করবেন বিএলওরা। তারপরই আপনি নিশ্চিন্ত।

এনুমারেশন ফর্ম আপলোডএনুমারেশন ফর্ম আপলোড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 6:06 PM IST
  • বাংলায় ৪ নভেম্বর থেকে চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় শংশোধন
  • বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে এসেছেন BLO রা
  • তারপর সেই ফর্ম ফিলআপ করে সই করে জমাও দিয়ে দিয়েছেন অনেক

বাংলায় ৪ নভেম্বর থেকে চলছে SIR বা ভোটার তালিকার নিবিড় শংশোধন। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে এসেছেন BLO রা। তারপর সেই ফর্ম ফিলআপ করে সই করে জমাও দিয়ে দিয়েছেন অনেকে। এরপর আপনার ফিল করা সেই তথ্য ডিজিটালাইজ করবেন বিএলওরা। তারপরই আপনি নিশ্চিন্ত।

তবে প্রশ্ন হল, বিএলও-কে যে ফর্ম আপনি দিয়েছেন, সেটা তিনি ঠিক ঠাক আপলোড করেছে তো? আর আপনার মাথায় যদি এই প্রশ্ন থাকে, তাহলে সেটা জানারও একটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে বাড়ি বসেই আপনি ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন।

তাই দ্রুত আসুন সেই পদ্ধতি জেনে নেওয়া যাক-

কীভাবে চেক করবেন?

  • এটা চেক করা খুবই সহজ। সেক্ষেত্রে প্রথমে https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানে ডানদিকের অংশে ‘Fill Enumeration Form’ অপশনটি পাবেন। সেটিতে ক্লিক করুন।
  • তারপর খুলে যাবে একটি ডায়ালগ বক্স।
  • এই বক্সে আপনাকে নিজের ফোন নম্বর ও স্ক্রিনে দেওয়া ক্যাপচা দিতে হবে।
  • আপনার ফোন নম্বরের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক থাকলে চিন্তা নেই। আপনি একটি OTP পেয়ে যাবেন। সেটা দিয়ে দিন। ব্যাস, আপনার লগইন হয়ে গেল। এরপরই আসল কাজ।
  • এখন ফিল এনুমারেশন ফর্ম বলে এক অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। এই সময় আপনার ভোটার কার্ডের নম্বরও চাওয়া হবে। সেটিও পূরণ করে দিন।
  • এ বার আপনার ফর্ম যদি আপলোড হয়ে থাকে, তাহলে 'ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ ইউর মোবাইল নম্বর ...' বলে একটি বার্তা দেখতে পাবেন। আর এটা না দেখলে বুঝতে হবে ফর্ম আপলোড হয়নি। এমন পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করুন নিজের বিএলও-এর সঙ্গে।

নম্বর ভুল দেখালে?

এমনটা হতেই পারে যে আপনি যেই নম্বরটি দিয়েছিলেন, সেটা এখানে শো করছে না। এমন পরিস্থিতিতে দ্রুত নিজের বিএলও-এর সঙ্গে যোগাযোগ করুন। তাহলেই দেখবেন সমস্যার সহজ সমাধান করা যাবে।

এখনও ফর্ম না পেলে কী করবেন?

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে, এনুমারেশন ফর্ম না পেলে ১৯৫০, ২২৩১০৮৫০-এই দুই নম্বরে ফোন করে জানান যাবে অভিযোগ।

তবে যারা ফোন করতে চাইছেন না তারা হোয়াটসঅ্যাপও করতে পারবেন। এক্ষেত্রে ৯৮৩০০৭৮২৫০ এই নম্বরে নিজের ভোটার কার্ডের নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে মেসেজ করুন। তাতেই সাহায্য পাবেন বলে জানান হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।

Read more!
Advertisement
Advertisement