Advertisement

Credit Card: ক্রেডিট কার্ডে গরমিল হচ্ছে না তো? নিরাপদ রাখার ট্রিকস জেনে নিন

টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে আজকাল নগদের ব্যবহার অনেক কমে গিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে লেনদেনেই এখন অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বেড়েছে কার্ডের ব্যবহার। সেই সূত্রেই ক্রমেই বাড়ছে ক্রেডিট কার্ডের চাহিদা। ইদানীং অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। আবার, ক্রেডিট  কার্ড ব্যবহার করতে গিয়ে অনেকেই নানা সময় প্রতারণার ফাঁদে পড়েন। 

প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2024,
  • अपडेटेड 7:02 PM IST
  • ডিজিটাল পদ্ধতিতে লেনদেনেই এখন অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
  • বেড়েছে কার্ডের ব্যবহার।
  • ক্রমেই বাড়ছে ক্রেডিট কার্ডের চাহিদা।

টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে আজকাল নগদের ব্যবহার অনেক কমে গিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে লেনদেনেই এখন অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বেড়েছে কার্ডের ব্যবহার। সেই সূত্রেই ক্রমেই বাড়ছে ক্রেডিট কার্ডের চাহিদা। ইদানীং অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। আবার, ক্রেডিট  কার্ড ব্যবহার করতে গিয়ে অনেকেই নানা সময় প্রতারণার ফাঁদে পড়েন। 

ইদানীং ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা অহরহ ঘটছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের থেকে তথ্য হাতিয়ে টাকা হাতানোর ঘটনা নতুন নয়। সামান্য ভুলেই বড় ক্ষতি হতে পারে। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের সময় কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। জেনে নিন...

ক্রেডিট কার্ড ব্যবহারের সময় কী কী নিয়ম মানবেন?

* ক্রেডিট কার্ডের পিন, কার্ডের নম্বর, সিভিভি কারও সঙ্গে শেয়ার করবেন না। 

* ব্যাঙ্কের নাম করে কেউ ফোন করে কার্ড সম্পর্কে তথ্য চাইলে ভুলেও দেবেন না। 

* ক্রেডিট কার্ডে বাকি থাকা বিল সময় মতো মেটান। না হলে পরে জরিমানা করা হতে পারে। 

* যে সংস্থার কার্ড নিচ্ছেন, সেখানে সুরক্ষা ব্যবস্থা কেমন, তা জেনে নিন। কার্ড নেওয়ার সময় খুঁটিনাটি বিষয়গুলি মাথায় রাখুন। 

* ক্রেডিট কার্ড কেনাকাটা করার সময়ে সহজলভ্য কোনও নেটওয়ার্ক ব্যবহার করবেন না। বাইরে কোথাও ওয়াইফাই জোনে কার্ড ব্যবহার না করাই ভাল। 

* সাইবার ক্যাফেতে কখনও ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। 

* শুধুমাত্র নিজের ব্যক্তিগত ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাব থেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করুন। 

ক্রেডিট কার্ড ব্যবহারের সময় এই নিয়মগুলি মেনে চললেই জালিয়াতির হাত থেকে রেহাই পেতে পারবেন। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement