Advertisement

How to fill Enumeration Form: এনুমারেশন ফর্ম ভরবেন কীভাবে? কী কী লিখতে হবে? বাংলায় সহজ ব্যাখ্য়া

How to fill up Enumeration Form: এনুমারেশন ফর্ম কীভাবে ভরব? SIR আবহে অনেকেই সেই প্রশ্ন করছেন। মঙ্গলবার থেকে বাংলায় SIR এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছেন। বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন BLO রা।

 ধাপে ধাপে পুরো বিষয়টি সহজে ব্যাখ্যা করা হল। ধাপে ধাপে পুরো বিষয়টি সহজে ব্যাখ্যা করা হল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 2:26 PM IST
  • এনুমারেশন ফর্ম কীভাবে ভরব? SIR আবহে অনেকেই সেই প্রশ্ন করছেন।
  • সেই বিষয়েই জানতে পারবেন এই প্রতিবেদনে।
  • ধাপে ধাপে পুরো বিষয়টি সহজে ব্যাখ্যা করা হল।

How to fill up Enumeration Form: এনুমারেশন ফর্ম কীভাবে ভরব? SIR আবহে অনেকেই সেই প্রশ্ন করছেন। মঙ্গলবার থেকে বাংলায় SIR এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন BLO রা। এমতাবস্থায় এনুমারেশন ফর্ম নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের। সেই বিষয়েই জানতে পারবেন এই প্রতিবেদনে। ধাপে ধাপে পুরো বিষয়টি সহজে ব্যাখ্যা করা হল। সেই সঙ্গে Enumeration Form এর একটি স্যাম্পেলও দেওয়া হল। গত ২৮ অক্টোবর থেকে এনুমারেশন ফর্ম ছাপানো শুরু হয়েছে। 

কবে ফর্ম দেওয়া হবে?
৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়া হবে।

বাড়ি না থাকলে?
অনেকেই কর্মসূত্রে বিদেশে বা ভিনরাজ্যে আছেন। তাঁদের চিন্তা নেই। অনলাইনেই এনুমারেশন ফর্ম ফিল আপের অপশন রয়েছে।

গুরুত্বপূর্ণ সময়সূচি
– ৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ।

– ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি: খসড়ায় নাম না থাকলে ক্লেইম করতে পারবেন।

– ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি: আপনার ক্লেইম ভেরিফাই করা হবে।

– ৭ ফেব্রুয়ারি: ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ।

কোন কোন নথি লাগবে?
নিম্নলিখিত ডকুমেন্টগুলির যেকোনও একটি হলেই হবে,

১) সরকারি কর্মচারীর পরিচয়পত্র বা পেনশন স্লিপ।

২) ১ জুলাই ১৯৮৭ তারিখের আগের ব্যাঙ্ক/পোস্ট অফিস/এলআইসি ইত্যাদি নথি।

৩) বার্থ সার্টিফিকেট।

৪) পাসপোর্ট।

৫) মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট।

৬) সরকারি কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট।

৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট।

৮) কাস্ট সার্টিফিকেট।

৯) ন্যাশানাল সিটিজেন রেজিস্টার(যেক্ষেত্রে প্রযোজ্য)।

১০) স্থানীয় প্রশাসনের পারিবারিক রেজিস্টার।

১১) জমি বা বাড়ির দলিল।

আধার কার্ড?
সুপ্রীম কোর্ট নির্দেশ অনুযায়ী আধার কার্ডও দেখানো যাবে। কিন্তু আধার দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না।

এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন?
১. BLO এসে ফর্ম দেবেন।

২. ফর্মে নাম ও বিএলওর নম্বর থাকবে।

৩. জন্মতারিখ (DD/MM/YYYY) লিখুন।

৪. আধার নম্বর দিতে পারেন। ঐচ্ছিক। বাধ্যতামূলক নয়। 

৫. মোবাইল নম্বর দিন।

৬. বাবার নাম লিখুন।

৭. বাবার EPIC নম্বর থাকলে, সেটা দিন।

Advertisement

৮. মায়ের নাম ও EPIC নাম্বার দিন।

৯. বিবাহিত হলে স্বামীর নাম লিখুন।

পুরনো লিস্টের তথ্য কোথায় লিখবেন?
ফর্মের শেষে SIR বা ২০০২ সালের তালিকার ক্রম নম্বর চাইবে।

আপনার নাম, ইপিক নম্বর (যদি থাকে) লিখুন।

সঙ্গে নির্দিষ্ট আত্মীয়ের নাম ও সম্পর্ক দিন।

জেলা, রাজ্য ও বিধানসভা কেন্দ্রও লিখুন।

এই বিষয়ে BLO র সাহায্য নিতে পারেন। 

পরিবারের সদস্যদের তথ্য 
আপনি যাকে আত্মীয় হিসেবে লিখেছেন, একটি আলাদা কলামে তাঁর বিষয়েও সমস্ত তথ্য দিতে হবে।

নিচে ওই ব্যক্তির বিধানসভা নম্বর, পার্ট নম্বর ও ক্রমিক নম্বরও দিতে হবে।

সই, তারিখ
ফর্মের শেষে ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপ দিন।

তারিখও লিখুন। এরপর বিএলও রা সব দেখে, সই করে ফর্ম সংগ্রহ করে নেবেন।

কোন সমস্যা হলে?
বিএলও-রাই সাহায্য করবেন। তাই অযথা আতঙ্কিত হবেন না। শান্ত মনে ধাপে ধাপে ফর্ম পূরণ করুন। প্রয়োজনে BLO র সাহায্য নিন। 

Read more!
Advertisement
Advertisement