Advertisement

Voter List: ভোটার তালিকায় আপনার নাম আছে তো, এভাবে মোবাইলেই চেক করুন

SIR-এর পর বিহারের ভোটার তালিকায় নিজের নাম নেই বলে দাবি করেছিলেন তেজস্বী যাদব। সকলেরই প্রশ্ন, ভোটার তালিকায় নিদের নাম খুঁজব কীকরে? জেনে নিন প্রক্রিয়া-

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 11:02 AM IST
  • বিহারের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ, দাবি তেজস্বীর
  • ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন কীকরে?
  • জেনে নিন সহজ প্রক্রিয়া

বিহারে SIR-এর পর ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে তোলপাড় দেশের রাজনীতি। খসড়া ভোটার তালিকা থেকে নাকি নাম বাদ পড়েছে খোদ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। অভিযোগ ঘিরে লালু পুত্র এবং নির্বাচন কমিশনের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এমত অবস্থায়, বাংলাতেও SIR-এর দাবি তুলেছে BJP। সেক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মধ্যেই। আদৌ যদি বাংলায় SIR হয় তবে কীভাবে খসড়া ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন, প্রশ্ন অনেকেরই। রইল সেই প্রক্রিয়ার হদিশ-

খসড়া ভোটার তালিকায় নাম খুঁজবেন কীকরে?
> https://voters.eci.gov.in/download-eroll -এ ক্লিক করুন। 
> নিজের রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, ভাষা এবং SIR 2025 লিখে ক্যাপচা পূরণ করতে হবে। 
> পার্ট নম্বর দিতে হবে।
> পার্ট নাম সিলেক্ট করতে হবে।
> ডাউনলোড অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ খসড়া ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে।
> সেখানেই ক্রমিক সংখ্যা অনুযায়ী পাওয়া যাবে ভোটারদের নাম। 

অনলাইনে খসড়া ভোটার তালিকায় নাম খুঁজতে গেলে-
> https://www.nvsp.in-এ ক্লিক করুন।
> ‘ভোটার লিস্ট সার্চ’- এ ক্লিক করুন।
> নাম, বয়স এবং জেলা সিলেক্ট করে সার্চ করুন।
>  বুথ, সিরিয়াল নম্বর, EPIC নম্বর মিললেই খুঁজে পাওয়া যাবে নাম। 

এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে নাম দেখা যাবে। সেক্ষেত্রে-
> ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করুন।
> ‘ভোটার তালিকায় নাম অনুসন্ধান করুন’ এ ক্লিক করুন।
> নাম অথবা EPIC নম্বর লিখে সার্চ করুন।

SMS-এর মাধ্যমে নাম আছে কি না জানতে-
> EPIC  নম্বর টাইপ করুন।
> 7738299899 নম্বরে SMS পাঠান। 
> ভোটার তালিকায় আপনার নাম থাকলে তা অটোমেটিকালি SMS-এর মাধ্যমে আপনার মোবাইলে তথ্য সহ চলে আসবে। 

ভোটার তালিকায় নাম যাচাই করার পদ্ধতি

> প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/ -তে যেতে হবে।
> হোমপেজের কিছুটা নীচের দিকে নামলে 'Electors' দেখতে পাবেন। সেখানে 'Search Name in Voter list' আছে। তাতে ক্লিক করতে হবে।
> এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের ভোটার আইডি কার্ডের নম্বর অর্থাৎ এপিক নম্বর দিতে হবে। বেছে নিতে হবে নিজের রাজ্য। ভাষাও পালটাতে পারবেন। ক্যাপচা দিতে হবে। তারপর ক্লিক করতে হবে 'Search'-এ।
> যদি কেউ Search by EPIC থেকে খুঁজে না পান, তাহলে Search by Details বা Search by Mobile অপশনে ক্লিক করতে হবে।
> এই নিয়ম পর পর অনুসরণ করলেই নিজের ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় দেখতে পাবেন।

Advertisement

চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু করার আগে সেই নির্ধারিত সময়ের আগে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ করে ফেলতে হবে। অনলাইনেও অবশ্য ভোটার তালিকায় সংশোধন, নাম তোলা বা পরিবর্তন করা যায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট voterportal.eci.gov.in-এ গিয়েও ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করা যাবে। 


 

Read more!
Advertisement
Advertisement