
অবসরের পর পেনশন পেতে চাইলে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। এটাই হল বেঁচে থাকার প্রমাণ। এই সার্টিফিকেট জমা দিলেই মিলবে পেনশন। অন্যথায় তা বন্ধ হয়ে যাবে। আর এই বিষয়টা পেনশন প্রাপকরা ভালই জানেন। তাই প্রতিবছর নভেম্বর মাস পড়লেই পোস্ট অফিস এবং ব্যাঙ্কে পড়ে যায় লম্বা লাইন। আর এ বারও তার অন্যথা হল না।
চলতি বছরে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া। আর সেই কাজটা করতেই এখন থেকে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ভিড় জমেছে। যদিও ভাল খবর হল, আপনি চাইলে অনলাইনেই পেতে পারেন লাইফ সার্টিফিকেট।
কোন কোন ডকুমেন্ট লাগবে?
কীভাবে বাড়িতেই পাবেন লাইফ সার্টিফিকেট?
এক্ষেত্রে মূলত ২ ভাবে এই কাজটি করতে পারবেন। যেমন ধরুন-
প্রথম পদ্ধতি
পদ্ধতি ২
আপনার জীবন প্রমাণের স্ট্যাটাস https://jeevanpramaan.gov.in/ppouser/login-এ গিয়ে চেক করতে পারেন।
তবে যাঁরা এভাবে করতে চাইছেন না, তাঁরা পুরনো পদ্ধতিতেও পেতে পারেন লাইফ সার্টিফিকেট। সেক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্টঅফিসে গিয়ে লাইফ সার্টিফিকেটের জন্য ফর্ম পূরণ করুন। তাতেও কাজ হবে। সেক্ষেত্রে অনলাইনে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না বলেই খবর।