Advertisement

WhatsApp: হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকলেও নির্দিষ্ট কাউকে জানাতে চান না? এভাবে হাইড করুন

হোয়াটসঅ্যাপে অনলাইন স্টেটাস হাইড করে রাখতে চান? সকলের চোখ এড়িয়েও মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে? জানেন কীভাবে হবে এমনটা? খুব সহজ পদ্ধতির মাধ্যমেই হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভেট করা যাবে এই ফিচার। রইল বিস্তারিত তথ্য...

WhatsaAppWhatsaApp
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 May 2025,
  • अपडेटेड 4:41 PM IST
  • হোয়াটসঅ্যাপে সকলের চোখ এড়িয়ে অনলাইন থাকতে চান?
  • অনলাইন থাকলেও হাইড করে রাখতে চান স্টেটাস?
  • জেনে নিন কীভাবে অ্যাক্টিভেট করবেন এই ফিচার

গার্লফ্রেন্ডের চোখ এড়িয়ে হোয়াটসঅ্যাপে অনলাইন থাকতে চান? কিংবা হাইড করতে চান নিজের স্টেটাস? জেনে নিন কীভাবে চুপি চুপি অনলাইন হলেও জানতে পারবে না কেউ। 

বিশ্ব জুড়ে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির অন্যতম হল হোয়াটসঅ্যাপ। একাধিক ফিচার্স রয়েছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের। হোয়াটসঅ্যাপ ওপেন করলেই সঙ্গে সঙ্গে আপনাকে অনলাইন দেখায় এই অ্যাপ। কখন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তা সহজেই জানতে পারেন ফোন বুকের তালিকায় থাকা সমস্ত মানুষেরা। কিন্তু অনেকেই তা পছন্দ করেন না। অনলাইন হলেও অনভিপ্রেত মেসেজের চক্করে জেরবার হতে হতে বিরক্ত হয়ে পড়েন তারা। কিন্তু জানেন কি এমন ফিচার্সও আছে যখানে অনলাইন হলেও জানতে পারবেন না কেউ। কীভাবে? 

এর জন্য হাইড করতে হবে হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস। জেনে নিন কীভাবে অ্যাক্টিভেট করবেন এই পদ্ধতি...

> প্রথমে হোয়াটসঅ্যাপের ডান দিকের উপরে থ্রি ডটসে ক্লিক করুন।
> এরপর, সেটিংসে ক্লিক করুন।
> পরবর্তী ধাপে মিলবে একাধিক অপশন। তার মধ্যে থেকে বেছে নিতে হবে প্রাইভেসি অপশনটি। 
> প্রাইভেসিতে ক্লিক করলে একাধিক বিকল্প অপশন পাওয়া যাবে। 
> লাস্ট সিন এবং অনলাইনে ক্লিক করতে হবে। 
> এই দুই অপশনের জন্য আলাদা আলাদা স্টেশন সিলেক্ট করতে পারবেন। 
অনলাইন স্টেটাসের ক্ষেত্রে রয়েছে দু'টি বিকল্প। হয় সকলের জন্য এটি অন করুন, নয়তো লাস্ট সিন বিকল্প বেছে নিতে হবে। 
কোনও নির্দিষ্ট কনট্যাক্ট নম্বরের থেকে স্টেটাস হাইড করারও অপশন রয়েছে হোয়াটসঅ্যাপে। সেক্ষেত্রে লাস্ট সিনে ক্লিক করে বিকল্প বেছে নিতে হবে। 
লাস্ট সিনের মধ্যে My Contact Except অপশন বেছে নিতে হবে। সেখানেই বেছে নিতে হবে ওই নির্দিষ্ট কনট্যাক্টটি। তবেই হাইড হবে লাস্ট সিন। 

 

 

Read more!
Advertisement
Advertisement