
রয়্যাল এনফিল্ডের একটা আলাদা ক্রেজ রয়েছে ভারতের বাজারে। এই বাইকে বসলেই একটা মাচো মাচো অনুভূতি ঘিরে নেয় মন। তাই তো সারা দেশেই জনপ্রিয়তার শিখরে রয়েছে রয়্যাল এনফিল্ডের একাধিক বাইক। তবে এনফিল্ডের একাধিক গাড়ির মধ্যে ক্লাসিক ৩৫০-এর বিক্রি বিরাট।
এই গাড়ির লুক যেমন দারুণ, ঠিক তেমনই এটা চালানোরও একটা আলাদা থ্রিল রয়েছে। তবে মুশকিল হল, এত কিছু থাকার পরও ক্লাসিক ৩৫০-এর মাইলেজ খুব একটা ভাল নয়। সাধারণত প্রতি লিটার পেট্রোলে এই গাড়ি মোটামুটি ৩০ থেকে ৩৫ কিমি চলে। আবার কেউ কেউ আরও কম, মোটামুটি ২৫ থেকে ২৭ কিমি মাইলেজ পান। আর এটাই দুঃখের বিষয়।
তবে ভাল খবর হল, ক্লাসিক ৩৫০-এর মাইলেজ কিছুটা হলেও বাড়ানো সম্ভব। সেক্ষেত্রে কিছু টেকনিক ব্যবহার করেই বাড়ানো সম্ভব এর মাইলেজ। আর সেই পদ্ধতিগুলি হল-
ঠিক ঠাক গতিতে চালান
অনেকেই খুব কম গতিতে বাইক চালান। আর সেই কারণেই পান কম মাইলেজ। তাই এই সমস্যার সহজ সমাধান করতে হবে। এক্ষেত্রে চেষ্টা করুন ৪০ থেকে ৫৫ কিমি প্রতি ঘণ্টার স্পিডে ক্লাসিক ৫০ চালানোর। তাতেই দেখবেন মাইলেজ বেড়ে যাবে।
তাড়াতাড়ি গিয়ার বাড়ান
লোয়ার গিয়ারে বাইক চালালে আদতে কমবে মাইলেজ। তাই এই ভুল আর করা যাবে না। এখন থেকে ক্লাসিক ৩৫০ চালানোর পরই যত দ্রুত সম্ভব হাই গিয়ারে চলে যান। কম স্পিডেই হাই গিয়ারে বাইক চালান। তাতে দ্রুত মাইলেজ বেড়ে যাবে।
রেড লাইটে বন্ধ করুন বাইক
অনেকেই বড় বড় সিগনালেও বাইক চালিয়ে রেখে দেন। তাতে তেল পোড়ে বেশি। তাই এই সমস্যা সমাধানে রেড লাইটে বাইক বন্ধ করে রেখে দিন। তাহলেই দেখবেন কাজ হবে। বাঁচবে তেল। গাড়ির মাইলেজ বেড়ে যাবে।
খুব গতিতে চালাবেন না
অনেকেই অত্যন্ত জোরে বাইক চালান। হুট করে বাড়িয়ে দেন এক্সিলেটর। তাতে আদতে বাইক বেশি তেল খেতে শুরু করে দেয়। তাই এখন থেকে এই ভুল আর করবেন না। বরং ধীরে ধীরে বাইকের স্পিড বাড়ান। তাতে তেল অনেকটাই বেঁচে যাবে। সমস্যার হবে সহজ সমাধান।
সার্ভিসিং করুন নিয়মিত
আপনাকে নিয়মিত বাইকের সার্ভিসিং করতে হবে গাড়ির। বদলাতে হবে গিয়ার অয়েল। সেই সঙ্গে ফিল্টারও পাল্টে ফেলুন। ব্যাস, তাতেই সমস্যার সহজ সমাধান করা যাবে। দেখবেন রয়্যাল এনফিল্ড ৩৫০-এর মাইলেজ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।