Advertisement

Scooty Mileage Tips: স্কুটির মাইলেজ হঠাত্‍ বেড়ে যাবে, ৫ টিপস রইল, খরচও কমে যাবে

স্কুটির মাইলেজ বাইকের থেকে অপেক্ষাকৃত কম। আর এই কারণে অনেকে স্কুটি নিয়ে তেল ভরাতে ভরাতে শেষ হয়ে যান। তবে জানলে অবাক হয়ে যাবেন, কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে স্কুটির মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন। আর তেমনই কিছু টিপস দিলাম আমরা।

স্কুটির মাইলেজস্কুটির মাইলেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 5:22 PM IST
  • স্কুটির মাইলেজ বাইকের থেকে অপেক্ষাকৃত কম
  • এই কারণে অনেকে স্কুটি নিয়ে তেল ভরাতে ভরাতে শেষ হয়ে যান
  • কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে স্কুটির মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন

এখন স্কুটির ব্যবহার বাড়ছে। মহিলাদের পাশাপাশি পুরুষেরাও ব্যবহার করছেন এই ২ হুইলার। কারণ, এই বাহন অনেক বেশি হ্যান্ডি। এটি হালকা। পাশাপাশি এতে জিনিসপত্র রাখার বেশ জায়গা রয়েছে। তাই বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে স্কুটি।

যদিও মুশকিল হল, স্কুটির মাইলেজ বাইকের থেকে অপেক্ষাকৃত কম। আর এই কারণে অনেকে স্কুটি নিয়ে তেল ভরাতে ভরাতে শেষ হয়ে যান।

তবে জানলে অবাক হয়ে যাবেন, কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে স্কুটির মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন। আর তেমনই কিছু টিপস দিলাম আমরা। তাই আর দেরি না করে নিয়মিত স্কুটি ব্যবহার শুরু করে দিন।

টায়ার প্রেশার ঠিক রাখতে হবে

স্কুটির মাইলেজ বাড়াতে চাইলে মাঝে মধ্যেই পাম্প দিতে হবে। কারণ, টায়ার যতটা বেশি ফোলা থাকবে, ততটা কমবে রেজিস্ট্যান্স। আর সেই কারণেই খুব সহজে মাইলেজ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।

এয়ার ফিল্টার বদলান

অনেক ক্ষেত্রেই এয়ার ফিল্টার খুব বেশি নোংরা হয়ে যায়। এর ফলে স্কুটি কিন্তু বেশি তেল খায়। তাই আপনাকে সময় পেলেই এয়ার ফিল্টার বদলে ফেলতে হবে। তাহলেই দেখবেন বেড়ে যাবে মাইলেজ। সমস্যার একদম সহজ সমাধান হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইঞ্জিন অয়েল

ইঞ্জিন অয়েল খারাপ হয়ে গেলে ইঞ্জিনের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। যার ফলে বেশি তেল খায়। তাই চেষ্টা করুন দ্রুত ইঞ্জিন অয়েল বদলে ফেলার। মোটামুটি ভাল মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। তাতে ইঞ্জিন ঠিক থাকবে। পাশাপাশি আপনার তেল সার্ভিসও বৃদ্ধি পাবে।

স্পার্ক প্লাগ বদলে নিন

অনেক ক্ষেত্রেই স্পার্ক প্লাগ খারাপ হয়ে যায়। আর সেটাই সমস্যা তৈরি করে। বেশি তেল খাওয়ার কারণ হয়। তাই চেষ্টা করুন স্পার্ক প্লাগ বদলে ফেলার। তাহলেই মিটে যাবে সমস্যা। দেখবেন গাড়ি ঠিক ঠাক স্টার্ট হবে। এমনকী তেল সার্ভিসও এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। তাই চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

ভাল তেল ভরুন

অবশ্যই ভাল মানের তেল ভরতে হবে। যে কোনও জায়গা থেকে তেল ভরলে বিপদ হতে পারে। একটু পরিচিত পাম্প থেকে তেল ভরুন। তাহলে তেলে ভেজালের আশঙ্কা কমবে। আপনার স্কুটি ভাল মাইলেজ দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাই স্কুটারের মাইলেজ বাড়াতে চাইলে ৫ নিয়ম অবশ্যই মেনে চলুন। তাহলেই সমস্যার সহজ সমাধান করা যাবে।

Read more!
Advertisement
Advertisement