Pan Aadhar Link Last Date : হাতে এখনও সময় আছে প্যান-আধার লিঙ্ক করার। তবে যদি এখনও না করিয়ে থাকেন বা হয়ে না থাকে টেকনিক্যাল সমস্যার কারণে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। কারণ, আয়কর বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আয়কর আইন ১৯৬১-র আওতায় সব প্যান কার্ড হোল্ডার যারা ছাড়ের বিভাগে পড়েন না, তাদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। যদি প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক না থাকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই আপনি যদি এখনও প্যান ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে এই কাজটি সম্পূর্ণ করুন।
প্যান আধার লিঙ্ক করতে কী করবেন ?