আজকাল ফোন আমাদের সর্বক্ষণের সঙ্গী। এই গ্যাজেট ছাড়া যে চলাই দায়। তবে সারাদিনের হাজার ব্যবহারের কারণে অনেক সময় গরম হয়ে যায় ফোন। দামি থেকে কম দামি, সব ফোনেই এই সমস্যা দেখা দিতে পারে। তখন তা হাতে ধরে রাখাও যায় না। আর সেটা নিয়ে চিন্তা দানা বাঁধে মনে।
এখন প্রশ্ন হল, ঠিক কোন কোন নিয়ম মেনে চললে ফোনকে তাড়াতাড়ি ঠান্ডা করা সম্ভব হবে? আসুন জেনে নেওয়া যাক।
কেস খুলে দিন
আপনি নিশ্চয়ই ফোনে কেস ব্যবহার করেন। আর এই কেসই ফোন গরম হওয়ার পর তাপ ধরে রাখে। যার ফলে কমতে চায় না ফোনের তাপমাত্রা। তাই হ্যান্ডসেট গরম হয়ে গেলে সবার প্রথমে কেসটা খুলে দিন। এই কাজটা করলেই দেখবেন দ্রুত কমে যাবে তাপমাত্রা। ফোন ঠান্ডা হবে।
গেম বন্ধ করুন
অনেকেই সারাদিন মোবাইলে গেম খেলেন। ফোন গরম হওয়ার পরও গেম খেলা চালিয়ে যান। আর এই ভুলটা করেন বলেই বেড়ে চলে তাপমাত্রা। ফোন খারাপ হওয়ার আশঙ্কা বাড়ে। তাই চেষ্টা করুন ফোন গরম হলেই গেম খেলা বন্ধ করার। তাহলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই কমে যাবে ফোনের তাপমাত্রা।
রিস্টার্ট করে ফেলুন
আপনার অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চলতে থাকে। আর সেই কারণেই ফোনের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। সুতরাং ফোন রিস্টার্ট করে নিন। তাহলে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলি বন্ধ হয়ে যাবে। তার পর কমে যাবে ফোনের তাপমাত্রা।
কুলিং প্যাড ব্যবহার করুন
অনেক ফোনের জন্য বিশেষ কুলিং প্যাড বেরিয়ে গিয়েছে। এগুলি ব্যবহার করলেই অনায়াসে ফোনের তাপমাত্রা কমিয়ে ফেলতে পারবেন। তাই এমন একটা গ্যাজেট অবশ্যই কিনে নিন।
ব্রাইটনেস কমান
অনেকেই ব্রাইটনেস বাড়িয়ে রাখেন ফোনের। আর সেটাই ফোনের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই ফোন গরম হলে অবশ্যই ব্রাইটনেস কমিয়ে ফেলুন। তাতেই অনায়াসে সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। দেখবেন ফোন হয়ে যাবে ঠান্ডা।
কী ভাবে এড়াবেন সমস্যা?
১. ফোনে অকারণে জিপিএস বন্ধ রাখুন
২. চার্জ দেওয়ার সময় কোনওভাবেই ফোন ব্যবহার করবেন না
৩. একনাগাড়ে অনেকক্ষণ মোবাইল ব্যবহার করবেন না
৪. মোবাইলে গেম খেলায় রাশ টানুন
৫. ব্রাইটনেস রাখুন কম
ব্যাস, তাহলেই ফোন ঠান্ডা থাকবে।