আপনি কি ফোন নম্বরের মাধ্যমে কারও লোকেশন ট্র্যাক করতে চান? অনেকেই এই চেষ্টা করেন। কেউ কেউ আবার এই পদ্ধতি জানার জন্য গুগলেও সার্চ করেন। কিন্তু তা সত্ত্বেও বিশেষ সুবিধা করতে পারেন না। কারণ গুগল শুধুই গোলকধাঁধায় ঘোরায়, কিন্তু কোনও সঠিক উপায় বলতে পারে না।
তাহলে কি এমন কোনও পদ্ধতিই নেই, যার মাধ্যমে কারও লোকেশন জানা যায়? এক্ষেত্রে বলতে হয়, পদ্ধিত আছে, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানো মুশকিল। চলুন জেনে নেওয়া যাক, মোবাইল নম্বর থেকে কারও লোকেশন ট্র্যাক করার উপায়।
স্পাই সফটওয়্যার
পেগাসাসের (Pegasus) নাম তো নিশ্চয় শুনেছেন? এটা একটা স্পাইওয়্যার, যার মাধ্যমে কাউকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা যেতে পারে। তবে এটি কোনও একশো বা হাজার টাকার সফটওয়্যার নয়। এর ব্যবহার বিভিন্ন দেশের সেনা ও সরকার করছে। যদিও ধরা পড়ে যাওয়ার পর এই সফটওয়্যার নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ গুগল সার্চ করেন, তাহলে এমন অনেক ভুয়ো সফটওয়্যার দেখতে পাবেন। এগুলি একদিকে যেমন ফোন থেকে ডেটা চুরি করে, তেমনই ভুল তথ্যও দেয়।
পুলিশ কীভাবে কাজ করে?
কাউকে ট্র্যাক করার জন্য পুলিশ মোবাইল নম্বর বা ফোনের আইএমইআই (IMEI) নম্বর ব্যবহার করে। এর জন্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে হয় পুলিশকে। ট্র্যাকংয়ে দেওয়া নম্বর কোন সেল টাওয়ার কাছে রয়েছে, বা কতটা দূরে রয়েছে, সেই বিষয়ে টেলিকম সংস্থা পুলিশকে তথ্য দেয়। এভাবেই নির্দিষ্ট ব্যক্তির লোকেশনের কাছাকাছি পৌঁছতে পারে পুলিশ।
আরও পড়ুন - অবাক কাণ্ড! ১৫ দিনে ৩ বার সাপের কামড় খেয়েও বহাল তবিয়তে 'মৃত্যুঞ্জয়' বালক