Advertisement

হাওড়া থেকে NJP প্রায় ৭ ঘণ্টায়, বন্দে ভারত স্লিপার বাংলায় কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে? বিস্তারিত

হাওড়া থেকে কামাখ্যা ছুটতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। এটি দেশের প্রথম স্লিপার বন্দে ভারত। এই ট্রেন চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে হাইস্পিড ট্রেন চালুর এক নয়া দিগন্ত খুলতে চলেছে বলে দাবি করেছে ভারতীয় রেল।

বাংলার কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে স্লিপার বন্দে ভারত?বাংলার কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে স্লিপার বন্দে ভারত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 5:27 PM IST
  • নতুন বছরেই অপেক্ষার অবসান হতে চলেছে বাংলার রেলপ্রেমীদের।
  • কিছুদিনের মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা ছুটতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস।
  • হাইস্পিড ট্রেন চালুর এক নয়া দিগন্ত খুলতে চলেছে বলে দাবি করেছে ভারতীয় রেল।

নতুন বছরেই অপেক্ষার অবসান হতে চলেছে বাংলার রেলপ্রেমীদের। আর কিছুদিনের মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা ছুটতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। এটি দেশের প্রথম স্লিপার বন্দে ভারত। এই ট্রেন চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে হাইস্পিড ট্রেন চালুর এক নয়া দিগন্ত খুলতে চলেছে বলে দাবি করেছে ভারতীয় রেল।

রেলের টাইম টেবিল অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি  ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাক্ষ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।

অন্যদিকে, ২৭৫৭৬ কামাক্ষ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাক্ষ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে। 

প্রায় ৭ ঘণ্টায় পৌঁছে যেতে পারেন পাহাড়ে

হাওড়া থেকে ছাড়া বন্দে ভারত বাদে অন্য ট্রেনগুলিতে বর্তমানে হাওড়া পৌঁছতে ৯-১০ ঘণ্টা সময় লাগে। শিয়ালদা থেকে ছাড়া ট্রেনগুলিতে সময় লাগে কমপক্ষে সাড়ে ৯ ঘণ্টা। কিন্তু স্লিপার বন্দে ভারত মাত্র সাড়ে ৭ ঘণ্টাতেই পাহাড়ে পৌঁছে দেবে যাত্রীদের।  

হাওড়া থেকে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে ছেড়ে সেটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে ১টা বেজে ৪০ মিনিটে। অর্থাৎ ৭ ঘণ্টা ২০ মিনিটেই হাওড়া থেকে NJP পৌঁছবে ট্রেনটি।

কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে?

  • হাওড়া থেকে ছেড়ে স্লিপার বন্দে ভারত ৬টা ৫৬-তে স্টপেজ দেবে ব্যাণ্ডেল জংশনে। এখানে ট্রেনটি দাঁড়াবে ২ মিনিট।
  • পরের স্টপেজ নবদ্বীপ ধাম। স্লিপার বন্দে ভারত এই স্টেশনে পৌঁছাবে ৭টা বেজে ৩৬ মিনিটে। এখানে ট্রেনটি দাঁড়াবে ২ মিনিট।
  • এরপরের স্টপেজ রয়েছে কাটোয়া জংশন। স্লিপার বন্দে ভারত এই স্টেশনে পৌঁছাবে রাত ৮টা বেজে ৩ মিনিটে। এখানে ট্রেনটি দাঁড়াবে ২ মিনিট।
  • এরপরে ট্রেন থামবে আজিমগঞ্জ স্টেশন। ট্রেনটি এই স্টেশনে পৌঁছাবে রাত ৮টা ৫০ মিনিটে।  এখানে ট্রেনটি দাঁড়াবে ৫ মিনিট। 
  • নিউ ফারাক্কা জংশনে ট্রেনটি পৌঁছাবে রাত ৯টা বেজে ৪৮ মিনিটে। এখানে ট্রেনটি দাঁড়াবে ২ মিনিট।
  • মালদা টাউনে ট্রেনটি পৌঁছাবে রাত ১০টা বেজে ৫০ মিনিটে। এখানে ১০ মিনিট স্টপেজ দেবে ট্রেনটি।
  • মধ্যরাত ১২টা বেজে ৫৮ মিনিটে ট্রেনটি পৌঁছাবে আলুয়াবাড়ি রোডে। সেটি এই স্টেশনে দাঁড়াবে ২ মিনিট।
  • নিউ জলপাইগুড়ি রোডে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছবে রাত ১টা বেজে ৪০ মিনিটে। এখানে ট্রেন দাঁড়াবে ১০ মিনিট।
  • NJP-র পর স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে জলপাইগুড়ি রোডে। রাত ২টো বেজে ২০ মিনিটে ট্রেনটি পৌঁছবে জলপাইগুড়ি রোডে।  এই স্টেশনে ট্রেন দাঁড়াবে ২ মিনিট।
  • নিউ কোচ বিহারে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছবে ভোর ৩টে বেজে ৩০ মিনিটে। এখানে ট্রেন দাঁড়াবে ২ মিনিট।
  • এরপর বাংলার শেষ স্টেশন হিসেবে নিউ আলিপুরদুয়ারে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছবে ভোর ৩টে বেজে ৪৮ মিনিটে। এখানে ২ মিনিট দাঁড়াবে ট্রেনটি।
     

 

Read more!
Advertisement
Advertisement