Advertisement

হাওড়া স্লিপার বন্দে ভারতে আপাতত নেই আমিষ খাবার, কী খেতে দেওয়া হচ্ছে?

Sleeper Vande Bharat Food: ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে অনেক যাত্রীই অভিযোগ করছেন, রেলমন্ত্রী বাঙালি খাবারের কথা বললেও আপাতত এই ট্রেনে নন-ভেজ খাবারের অপশনই রাখা হয়নি।

হাওড়া স্লিপার বন্দে ভারতে আপাতত নেই আমিষ খাবারহাওড়া স্লিপার বন্দে ভারতে আপাতত নেই আমিষ খাবার
কিশোর শীল
  • কলকাতা,
  • 21 Jan 2026,
  • अपडेटेड 10:33 AM IST
  • স্লিপার বন্দে ভারত নিয়ে বাংলার রেলপ্রেমীদের মধ্যে উৎসাহের সীমা নেই।
  • ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ট্রেনের কমার্শিয়াল রান।
  • এই ট্রেনে নন-ভেজ খাবারের অপশনই রাখা হয়নি বলে অভিযোগ।

হাওড়া-কামাখ্যা স্লিপার বন্দে ভারত নিয়ে বাংলার রেলপ্রেমীদের মধ্যে উৎসাহের সীমা নেই। গত শনিবার উদ্বোধনী যাত্রার পর আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ট্রেনের কমার্শিয়াল রান। ইতিমধ্যেই ট্রেনের বুকিংও শুরু হয়ে গিয়েছে। অবশ্য বুকিং শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই হাউসফুল হয়ে গিয়েছে পুরো ট্রেন।

তবে এখন রেলযাত্রীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হাওড়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে কী কী খাবার দেওয়া হচ্ছে? ১৭ জানুয়ারি উদ্বোধনের দিন  এই সেমি হাই স্পিড ট্রেনের খাবারের বিষয়ে জানিয়েছিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছিলেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে অসম ও বাংলার কুইজিন পাওয়া যাবে। অসম থেকে ছাড়া পাওয়া যাবে অসমের খাবার। আবার হাওড়া থেকে ফিরতি পথে এই ট্রেনে দেওয়া হবে বাংলার খাবার। রেলমন্ত্রী জানিয়েছেন, খাবারে প্লেটে থাকবে অসমের জোহা রাইস, মাটি মোহর ডাল। অন্যদিকে, বাংলার খাবার হিসেবে থাকবে ছোলার ডাল, ঝুরি ঝুরি ভাজা আলু, সন্দেশ ও নারকেল বরফি। 

ননভেজ খাবারের অপশন কই?

ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে অনেক যাত্রীই অভিযোগ করছেন, রেলমন্ত্রী বাঙালি খাবারের কথা বললেও আপাতত এই ট্রেনে নন-ভেজ খাবারের অপশনই রাখা হয়নি। IRCTC অ্যাপ থেকে ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে দেখা যাচ্ছে, সেখানে খাবারের অপশনে শুধুই ভেজ অপশনটি রয়েছে। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি কামাখ্যাগামী এই ট্রেনে নন-ভেজ খাবার পাওয়া যাবে না?

ট্রেনের টাইম টেবিল কী রয়েছে?

রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি  ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।

অন্যদিকে সূত্রের দাবি, ২৭৫৭৬ কামাক্ষ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে।

Advertisement

কোন কোন স্টেশনে এই ট্রেন দাঁড়াবে?

হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।

 

Read more!
Advertisement
Advertisement