
নতুন বছরের বিশেষ উপহার হিসেবে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা করেছে ভারতীয় রেল। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটে। এই ট্রেন চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে হাইস্পিড ট্রেন চালুর এক নয়া দিগন্ত খুলতে চলেছে।
টাইম টেবিল কী বলছে?
এরইমধ্যে রেলসূত্রে প্রকাশ্যে এসেছে স্লিপার বন্দে ভারতের টাইম-টেবিলও। সেই সূচি অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাক্ষ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।
অন্যদিকে সূত্রের দাবি, ২৭৫৭৬ কামাক্ষ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাক্ষ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে। যদিও এই ট্রেনের সময়সূচি এখনও অফিসিয়াল ভাবে নিশ্চিত করেনি পূর্ব রেলওয়ে।
ট্রেনটি কোন কোন স্টেশনে স্টপেজ দেবে?
হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাক্ষ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।
উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকছে। যেখানে একসঙ্গে ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি ট্রায়াল রানে ট্রেনটি ১৮০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত গতি তুললেও, হাওড়া-গুয়াহাটি রুটে গড়ে ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে।
ভাড়া কত হবে?
স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি আদ্যোপান্ত নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষের জন্য আনা হয়েছে। মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। থ্রি-টায়ার এসি: প্রায় ২,৩০০ টাকা, টু-টায়ার এসি: প্রায় ৩,০০০ টাকা, ফার্স্ট এসি: প্রায় ৩,৬০০ টাকা। এই ভাড়ার মধ্যেই খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।