Advertisement

Howrah-Puri Vande Bharat Fare: হাওড়া-পুরী বন্দে ভারত কতক্ষণে পুরী পৌঁছবে-কোন কোন স্টেশনে স্টপেজ? ভাড়া-সহ বিস্তারিত জানাল রেল

অপেক্ষার অবসান। অবশেষে রাত পোহালেই উদ্বোধন হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের মতোই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও সকালে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুরে পুরীতে পৌঁছবে। ওই ট্রেনই আবার বিকেলে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে।

বন্দে ভারতে পুরী সফরের খরচ কত?বন্দে ভারতে পুরী সফরের খরচ কত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2023,
  • अपडेटेड 4:43 PM IST

অপেক্ষার অবসান। অবশেষে রাত পোহালেই উদ্বোধন  হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের মতোই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও সকালে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুরে পুরীতে পৌঁছবে। ওই ট্রেনই আবার বিকেলে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে।  

কতক্ষণ লাগবে পুরী পৌঁছতে
হাওড়া থেকে পুরীর উদ্দেশে সকাল ৬টা ১০ মিনিটে রওনা দেবে বন্দে ভারত এক্সপ্রেস।  হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ছাড়বে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ সেটি পুরী পৌঁছে যাওয়ার কথা। অর্থাৎ এবার কলকাতা থেকে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ ধামে।  সেখান থেকে ফের দুপুর  ১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে হাওড়া চলে আসবে ট্রেনটি। প্রসঙ্গত, হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হাওড়া-পুরী শতাব্দী। ওই ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। কিন্তু, বন্দে ভারত এক্সপ্রেসে এই সময় আরও প্রায় ১ ঘণ্টা কমে যাচ্ছে।  হাওড়া-পুরী শাখায় বন্দে ভারতের গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি। 

টিকিট বুকিং শুরু
রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৮ তারিখ বৃহস্পতিবার উদ্বোধনের পর ট্রেনটি ২০ মে শনিবার থেকে রেগুলার রানের জন্য চালু হচ্ছে। অর্থাৎ ওই দিন থেকেই হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারবেন যাত্রীরা। আজ অর্থাৎ বুধবার থেকেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং করা যাচ্ছে৷   আইআরসিটি ওয়েবসাইট থেকে যাত্রীরা টিকিট বুক করতে পারেন। সপ্তাহে ৬ দিন করে চালানো হবে ট্রেনটি।  শুধু বৃহস্পতিবারই চলবে না হাওড়া-পুরী বন্দে ভারত।

আরও পড়ুন

বন্দে ভারতের টিকিট মূল্য?
 হাওড়া -নিউজলাইগুড়ির মত হাওড়া পুরী বন্দে ভারতেও দু’টি শ্রেণি থাকবে। সাধারণ এবং এগজ়িকিউটিভ ক্লাস। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১২৬৫ টাকা। এই টিকিট ভাড়ার মধ্যে রয়েছে IRCTC-র খাবারও। কোনও ব্যক্তি যদি খাবার না নিতে চান, সেক্ষেত্রে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের এসি চেয়ার কারে ভাড়া পড়ছে ১১৬০ টাকা। এগজ়িকিউটিভ ক্লাসে ভাড়া ২৪২০ টাকা। খাবার না নিলে এক্ষেত্রে ভাড়া দিতে হবে ২২৮০ টাকা।

Advertisement

কোন কোন স্টেশনে থামবে?
হাওড়া থেকে পুরী ৫০২ কিমি পথ অতিক্রম করবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি।  রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ১৬ কোচের  হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া এবং পুরী মিলিয়ে বাণিজ্যিকভাবে মোট নটি স্টেশনে দাঁড়াবে। স্টেশনগুলি হল- খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝাড়, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড।

২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ (সব স্টেশনে ট্রেন ঢোকার সময়)
 খড়্গপুর (সকাল ৭ টা ৪০ মিনিট)
 বালাসোর (সকাল ৯ টা ৩ মিনিট)
ভদ্রক (সকাল ৯ টা ৪০ মিনিট)
জাজপুর কেওনঝড় (সকাল ১০ টা ৭ মিনিট)
 কটক (সকাল ১০ টা ৫০ মিনিট)
ভুবনেশ্বর (সকাল ১১ টা ২০ মিনিট) 
খুরদা রোড (সকাল ১১ টা ৪২ মিনিট)।
সব স্টেশনেই দু'মিনিট স্টপেজ দেবে। শুধুমাত্র ভুবনেশ্বরে চার মিনিট দাঁড়াবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। 

২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ (সব স্টেশনে ট্রেন ঢোকার সময়)
 খুরদা রোড (দুপুর ২ টো ২৩ মিনিট)
 ভুবনেশ্বর (দুপুর ২ টো ৪৫ মিনিট)
 কটক (দুপুর ৩ টে ১৫ মিনিট)
 জাজপুর কেওনঝড় (বিকেল ৪ টে ৩ মিনিট)
ভদ্রক (বিকেল ৪ টে ৩৩ মিনিট)
বালাসোর (বিকেল ৫ টা ১৩ মিনিট)
 খড়্গপুর (সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট)
ফেরার পথেও  সব স্টেশনে দু'মিনিট দাঁড়াবে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। শুধুমাত্র ভুবনেশ্বরে চার মিনিটের স্টপেজ দেওয়া হবে। 

Read more!
Advertisement
Advertisement