Advertisement

সরকারি সাবসিডিতে ইলেকট্রিক স্কুটারে দেদার সেল, HERO ইলেকট্রিকে ৬.৫ গুণ মুনাফা

একদিকে পেট্রোলের ক্রমবর্ধমান দাম মানুষের ক্রয় ক্ষমতা যেমন কমিয়ে দিয়েছে, তেমনই ইলেকট্রিক স্কুটার এর প্রতি ঝোঁক বাড়িয়েছে। সে কারণে গত এক-দেড় বছরে প্রায় কয়েক গুণ বেড়েছে ইলেকট্রিক স্কুটারের বিক্রি। হিরো, পিয়াজিও-র মতো সংস্থা লাভ করছে চুটিয়ে।

ইলেকট্রিক স্কুটারই দেশের ভবিষ্যৎইলেকট্রিক স্কুটারই দেশের ভবিষ্যৎ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Dec 2021,
  • अपडेटेड 2:30 PM IST
  • ইলেকট্রিক স্কুটারে সরকারি সাবসিডি
  • দারুণ লাভ হিরো ইলেকট্রিকসের
  • মুনাফা বাড়ল ৬.৫ গুণ

দেশে ইলেকট্রিক স্কুটার নিয়ে মানুষের মধ্যে চাহিদা বেড়েই চলেছে। একদিকে পেট্রোলের ক্রমবর্ধমান দাম মানুষের ক্রয় ক্ষমতা যেমন কমিয়ে দিয়েছে, তেমনই ইলেকট্রিক স্কুটার এর প্রতি ঝোঁক বাড়িয়েছে। সে কারণে গত এক-দেড় বছরে প্রায় কয়েক গুণ বেড়েছে ইলেকট্রিক স্কুটারের বিক্রি। ইলেকট্রিক স্কুটার তৈরি চাহিদার নভেম্বরেই হিরো ইলেকট্রিক বাইক এবং পিয়াজিও ভেহিকেল মত কোম্পানি দারুণ বিক্রি করেছে।

হিরো ইলেকট্রিক এর সেল বেড়েছে সাড়ে ছয় গুণ

ইলেকট্রিক-২ হুইলার দেশের সবচেয়ে বড় ইলেকট্রিক স্কুটার কোম্পানি। হিরো ইলেকট্রিক নভেম্বরে বিক্রি ৬.৫ গুণ বেড়েছে। বাহন ড্যাশবোর্ড এবং জেনকে রিসার্চের রিপোর্ট অনুযায়ী নভেম্বরে হিরো ইলেকট্রিক ৭ হাজার ২১টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। যেখানে গত বছর নভেম্বরে বিক্রি করেছিল ১ হাজার ১৬৯ ইউনিট।

আরও পড়ুন


সরকারি নীতি, সেল বাড়ানোর পিছনে

হিরো ইলেকট্রিক এর সিইও সোহিন্দর গিল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আলাদা আলাদা রাজ্যে সরকারের নীতি অনুযায়ী ইলেকট্রিক স্কুটারের পরিমাণ বেড়েছে। এ ছাড়া গত মাসে কেনাকাটার কারণেও ইলেকট্রিক গাড়ি কিছুটা বেশি সেল হয়েছে। ইলেকট্রিক টু-হুইলার এর উপযোগিতার জন্য সরকার সাবসিডি দেয়। সেখানে আলাদা আলাদা রাজ্য সরকার নিজের নিজের স্তরে সাবসিডি দিতে থাকে। সরকার Fame-2 স্কিমে বড় সাবসিডি দেয়।

ওকিনাওয়া, পিয়াজিও জবরদস্ত সেল

সেলেব্রেশন অফ অটোমোবাইল এসোসিয়েশন এর হিসেব অনুযায়ী ইলেকট্রিক two-wheeler সেগমেন্ট ওকিনাওয়া এবং পিয়াজিও ভেহিকেলস নভেম্বরে জবরদস্ত করেছে। এই কোম্পানগুলি ক্রমান্বয়ে ৫ হাজার ৩৬৭ ইউনিট এবং ৪ হাজার ১৯৯ ইউনিট ছিল। সেখানে মার্কেটে Ather Energy -র মতো ব্র্যান্ড মজুত রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement