Advertisement

HUL Share Gains: গত সপ্তাহের পড়তি বাজারেও কোটি টাকা কামিয়ে দিয়েছে এই স্টক, নজরে আছে তো?

গত সপ্তাহে বড়সড় রক্তক্ষরণ হয়েছিল ভারতের শেয়ারবাজারের। সেনসেক্স এবং নিফটি, দুইয়েরই হাল ছিল খারাপ। শুধু সেনসেক্সই ওই সপ্তাহে পড়েছে ২০৩২ পয়েন্ট। শতাংশের হিসেবে ২.৪৩। ও দিকে আবার নিফটিও পড়েছে অনেকটাই। পাশাপাশি দেশের সবথেকে বড় ১০টি সংস্থার স্টকও গত সপ্তাহে তলিয়ে গিয়েছে। তবে মার্কেটের এত খারাপ অবস্থা হওয়ার পরও নিজের জায়গায় অটুট ছিল HUL বা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এটি নিজের বিনিয়োগকারীদের বাম্পার লাভ দিয়েছে। 

HUL-এর শেয়ারে বাম্পার লাভHUL-এর শেয়ারে বাম্পার লাভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • গত সপ্তাহে বড়সড় রক্তক্ষরণ হয়েছিল ভারতের শেয়ারবাজারের
  • সেনসেক্স এবং নিফটি, দুইয়েরই হাল ছিল খারাপ
  • সেনসেক্সই ওই সপ্তাহে পড়েছে ২০৩২ পয়েন্ট

গত সপ্তাহে বড়সড় রক্তক্ষরণ হয়েছিল ভারতের শেয়ারবাজারের। সেনসেক্স এবং নিফটি, দুইয়েরই হাল ছিল খারাপ। শুধু সেনসেক্সই ওই সপ্তাহে পড়েছে ২০৩২ পয়েন্ট। শতাংশের হিসেবে ২.৪৩। ও দিকে আবার নিফটিও পড়েছে অনেকটাই। পাশাপাশি দেশের সবথেকে বড় ১০টি সংস্থার স্টকও গত সপ্তাহে তলিয়ে গিয়েছে। তবে মার্কেটের এত খারাপ অবস্থা হওয়ার পরও নিজের জায়গায় অটুট ছিল HUL বা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এটি বিনিয়োগকারীদের বাম্পার লাভ দিয়েছে। 

গত সপ্তাহে কোন কোন স্টকের অবস্থা খারাপ?
গত সপ্তাহে ভারতের শেয়ারমার্কেটের অবস্থা ছিল খারাপ। যার ফলে কোটি কোটি টাকার ক্ষতি হয় ইনভেস্টরদের। জানলে অবাক হয়ে যাবেন, টিসিএস, রিলায়েন্স, এইচডিএফসি-এর মতো বড় বড় স্টক একত্রে মিলে মোটামুটি ২.৫ কোটি টাকা ডুবে গিয়েছে। বিশেষত ক্ষতি হয়েছে রিলায়েন্সের শেয়ারে। এই স্টকের মার্কেট ক্যাপ কমেছে ১৮.৭৫ লক্ষ কোটি টাকা। যার ফলে এটির মার্কেট ক্যাপ এখন দাঁড়িয়ে রয়েছে ৯৬৯৬০.১৭ টাকায়।

আরও যে সব সংস্থার শেয়ারের দাম পড়েছে...
গত সপ্তাহে অধিকাংশ বড় স্টকের দামই কমেছে। আর সেই তালিকায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কও। এটির মার্কেট ক্যাপ পড়েছে প্রায় ৪৮,৬৪৪.৯৯ কোটি টাকা। বর্তমানে এর মার্কেট ক্যাপ রয়েছে ৯.৬০ লক্ষ কোটি টাকায়। ও দিকে এইচডিএফসি-এর শেয়ারের দামও পড়েছে। এটির মার্কেট ক্যাপ এখন ১৪.১০ লক্ষ কোটি। পড়েছে প্রায় ২২৯২৩.০২ কোটি টাকা।

এছাড়া ভারতী এয়ারটেলের মার্কেট ক্যাপও নিম্নমুখী। ডুবে গিয়েছে ১৭,৫৩৩.৯৭ টাকা। বর্তমানে এর মার্কেট ক্যাপ রয়েছে ১১.৩২ লক্ষ কোটি টাকায়। ও দিকে আবার ভ্যালু কমেছে টাটারও। এটির বর্তমান মার্কেট প্রাইস হল ১১.৪৪ লক্ষ কোটি। 

ও দিকে আবার দাম কমছে এসবিআই, বাজাজ ফিনান্স থেকে শুরু করে ইনফোসিসের মতো শেয়ারের। যার ফলে চিন্তায় রয়েছেন বিনিয়োগকারীরা।

যদিও এই খারাপ বাজারেও চাঙ্গা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের শেয়ারের দাম। এটির মার্কেট ক্যাপ বেড়ে পৌঁছে গিয়েছে ৫.৬৭ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ সোজা ভাষায় খারাপ বাজারেও লক্ষ্মীলাভ করিয়েছে এই স্টক। তাই আপনি চাইলে এই স্টকের দিকে নজর রাখতেই পারেন।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement