Advertisement

Hybrid ATM: এবার ATM-এই মিলবে ১০-২০-৫০ টাকার নোট, বড় পদক্ষেপ RBI-এর

ছোট নোট সহজে পাওয়ার জন্য চালু হতে চলেছে বিশেষ ধরনের এটিএম, যার নাম ‘হাইব্রিড এটিএম’। এই এটিএম থেকে ১০, ২০ এবং ৫০ টাকার নোট তোলা যাবে। শুধু তাই নয়, এটিএমেই বড় নোট খুচরো করার সুবিধাও দেওয়ার কথা ভাবা হচ্ছে।

গ্রাফিক্স-সৌমিক মজুমদারগ্রাফিক্স-সৌমিক মজুমদার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 6:27 PM IST
  • রোজকার জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হল খুচরো টাকার অভাব।
  • বাসে উঠতে, ছোট দোকানে কেনাকাটা করতে কিংবা অটোভাড়া দিতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।

রোজকার জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হল খুচরো টাকার অভাব। বাসে উঠতে, ছোট দোকানে কেনাকাটা করতে কিংবা অটোভাড়া দিতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই অসুবিধা দূর করতেই এ বার বড় সিদ্ধান্তের পথে এগোচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)।

ছোট নোট সহজে পাওয়ার জন্য চালু হতে চলেছে বিশেষ ধরনের এটিএম, যার নাম ‘হাইব্রিড এটিএম’। এই এটিএম থেকে ১০, ২০ এবং ৫০ টাকার নোট তোলা যাবে। শুধু তাই নয়, এটিএমেই বড় নোট খুচরো করার সুবিধাও দেওয়ার কথা ভাবা হচ্ছে।

অর্থাৎ, আপনি যদি ৫০০ বা ২০০ টাকার নোট এটিএমে জমা দেন, তাহলে সেটি ভেঙে ছোট নোটে ফেরত দেবে ওই মেশিন। এক কথায়, একই এটিএম থেকে যেমন ছোট নোট পাওয়া যাবে, তেমনই বড় নোট ভাঙানোর সমস্যাও মিটবে। এই দ্বিমুখী সুবিধার কারণেই এই নতুন প্রজন্মের এটিএমগুলিকে বলা হচ্ছে হাইব্রিড এটিএম।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ে ইতিমধ্যেই এই হাইব্রিড এটিএমের পাইলট প্রকল্পের কাজ শুরু হয়েছে। পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প সফল হলে, ধাপে ধাপে দেশজুড়ে চালু করা হবে এই নতুন এটিএম পরিষেবা।

প্রাথমিক পর্যায়ে বড় শহরের জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, ব্যস্ত রেলস্টেশনের আশপাশে এই হাইব্রিড এটিএম বসানো হবে। পরে তা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

আরবিআই সূত্র জানাচ্ছে, বর্তমানে দেশে চালু নগদের বড় অংশই ৫০০ টাকার নোট। তুলনামূলকভাবে ১০০ ও ২০০ টাকার নোটের সংখ্যা কম, আর ১০, ২০ ও ৫০ টাকার নোটের জোগান অত্যন্ত সীমিত। সেই কারণেই আগামী দিনে এই ছোট মূল্যমানের নোট ছাপানোর পরিমাণ বাড়ানোর দিকেও নজর দিতে পারে দেশের শীর্ষ ব্যাঙ্ক।

সব মিলিয়ে, হাইব্রিড এটিএম চালু হলে সাধারণ মানুষের দৈনন্দিন খুচরো টাকার ভোগান্তি অনেকটাই কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Read more!
Advertisement
Advertisement