Advertisement

মাত্র ৪৭ পয়সা প্রতি কিলোমিটার, Taxi হয়ে যাচ্ছে Hyundai-এর দুই নয়া মডেল

হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড ভারতে আনুষ্ঠানিকভাবে ট্যাক্সি ও ফ্লিট বাজারে প্রবেশ করল। সংস্থা তাদের এক্সক্লুসিভ ট্যাক্সি রেঞ্জ ‘প্রাইম’-এর অধীনে দুটি নতুন গাড়ি চালু করেছে, প্রাইম এইচবি (হ্যাচব্যাক) এবং প্রাইম এসডি (সেডান)। ব্যক্তিগত গ্রাহকদের পাশাপাশি এবার ট্যাক্সি চালক ও ফ্লিট অপারেটরদের লক্ষ্য করেই এই নতুন অধ্যায় শুরু করল হুন্ডাই।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Dec 2025,
  • अपडेटेड 4:52 PM IST
  • হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড ভারতে আনুষ্ঠানিকভাবে ট্যাক্সি ও ফ্লিট বাজারে প্রবেশ করল।
  • সংস্থা তাদের এক্সক্লুসিভ ট্যাক্সি রেঞ্জ ‘প্রাইম’-এর অধীনে দুটি নতুন গাড়ি চালু করেছে, প্রাইম এইচবি (হ্যাচব্যাক) এবং প্রাইম এসডি (সেডান)।

হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড ভারতে আনুষ্ঠানিকভাবে ট্যাক্সি ও ফ্লিট বাজারে প্রবেশ করল। সংস্থা তাদের এক্সক্লুসিভ ট্যাক্সি রেঞ্জ ‘প্রাইম’-এর অধীনে দুটি নতুন গাড়ি চালু করেছে, প্রাইম এইচবি (হ্যাচব্যাক) এবং প্রাইম এসডি (সেডান)। ব্যক্তিগত গ্রাহকদের পাশাপাশি এবার ট্যাক্সি চালক ও ফ্লিট অপারেটরদের লক্ষ্য করেই এই নতুন অধ্যায় শুরু করল হুন্ডাই।

দাম ও বুকিং
ট্যাক্সি ও ফ্লিট অপারেটরদের চাহিদা মাথায় রেখেই তৈরি হয়েছে প্রাইম রেঞ্জ। দুই মডেলেই রয়েছে ১.২ লিটার কাপ্পা ৪-সিলিন্ডার ইঞ্জিন, যা পেট্রোল ও সিএনজি, দু’টি বিকল্পেই পাওয়া যাবে।

প্রাইম এইচবি-র দাম শুরু: ৫,৯৯,৯০০
প্রাইম এসডি-র দাম শুরু: ৬,৮৯,৯০০

মাত্র ৫,০০০ বুকিং অ্যামাউন্ট দিয়েই দেশের যেকোনও হুন্ডাই শোরুম থেকে এই ট্যাক্সিগুলি বুক করা যাবে।
হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের এমডি ও সিইও তরুণ গর্গ বলেন, 'ট্যাক্সি চালক ও ফ্লিট অপারেটরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কম অপারেটিং খরচ, কম রক্ষণাবেক্ষণ এবং বেশি আপটাইম। এই প্রয়োজন মাথায় রেখেই প্রাইম এইচবি ও প্রাইম এসডি তৈরি করা হয়েছে।'

কম খরচ, দীর্ঘ ওয়ারেন্টি
হুন্ডাইয়ের দাবি, এই প্রাইম ট্যাক্সি রেঞ্জের মালিকানা খরচ প্রতি কিলোমিটারে মাত্র ৪৭ পয়সা। গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে ৪ বছর / ৫ বছর অথবা ১,৮০,০০০ কিমি পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি। ৭২ মাস পর্যন্ত ফিনান্সিং সুবিধা, যাতে নতুন ফ্লিট অপারেটরদের জন্য গাড়ির মালিক হওয়া আরও সহজ হয়।

মাইলেজ ও ফিচার
সিএনজি মোডে হুন্ডাইয়ের দাবি অনুযায়ী,  প্রাইম এসডি: ২৮.৪০ কিমি
প্রাইম এইচবি: ২৭.৩২ কিমি

দু’টি মডেলেই রয়েছে আধুনিক ও নিরাপত্তামূলক ফিচার
৬টি এয়ারব্যাগ, রিয়ার এসি ভেন্ট, ইলেকট্রিক ORVM, স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল, সামনে ও পিছনে পাওয়ার উইন্ডো, রিয়ার ডিফগার, সেন্ট্রাল লকিং, রিয়ার পার্কিং সেন্সর, থ্রি-পয়েন্ট সিটবেল্ট, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল এবং কোম্পানি-ফিটেড ৮০ কিমি/ঘণ্টা স্পিড লিমিটার।

ঐচ্ছিক অ্যাকসেসরিজ ও রঙ
ট্যাক্সি অপারেটরদের কথা ভেবে হুন্ডাই আনছে সাশ্রয়ী মূল্যের ঐচ্ছিক অ্যাকসেসরিজ
৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে, রিয়ার ক্যামেরা এবং ভেহিকল ট্র্যাকিং ডিভাইস।

Advertisement

প্রাইম এইচবি ও প্রাইম এসডি পাওয়া যাবে তিনটি রঙে
অ্যাটলাস হোয়াইট, টাইফুন সিলভার এবং অ্যাবিস ব্ল্যাক।

 

Read more!
Advertisement
Advertisement