Advertisement

ICICI-র নতুন নিয়ম কাদের জন্য, RBI কি সিদ্ধান্ত বদলাতে বাধ্য করবে?

১ অগাস্ট থেকে কার্যকর এই নিয়মে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখন পাঁচগুণ বেশি টাকা রাখতে হবে। আগে যেখানে ১০ হাজার টাকায় কাজ চলত, সেখানে এখন চাই কমপক্ষে ৫০ হাজার টাকা।

ICICI-র নতুন নিয়ম কাদের জন্য, RBI কি সিদ্ধান্ত বদলাতে বাধ্য করবে?ICICI-র নতুন নিয়ম কাদের জন্য, RBI কি সিদ্ধান্ত বদলাতে বাধ্য করবে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 9:25 PM IST

দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই (ICICI Bank) সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় ব্যালান্স (Minimum Average Balance) রাখার নিয়মে বড়সড় বদল এনেছে। ১ অগাস্ট থেকে কার্যকর এই নিয়মে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখন পাঁচগুণ বেশি টাকা রাখতে হবে। আগে যেখানে ১০ হাজার টাকায় কাজ চলত, সেখানে এখন চাই কমপক্ষে ৫০ হাজার টাকা।

আরবিআই কি সিদ্ধান্ত বদলে দিতে পারে?
আইসিআইসিআই-র এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ন্যূনতম ব্যালান্সের সীমা নির্ধারণ করা ব্যাংকের নিজস্ব অধিকার, এতে আরবিআই হস্তক্ষেপ করে না। প্রতিটি ব্যাংকই এই বিষয়ে স্বাধীন। ফলে কারও কাছে এই সীমা ১০ হাজার, কারও কাছে ২ হাজার, আবার কোথাও সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।

মেট্রো থেকে গ্রাম, সব জায়গায় বাড়ল সীমা
ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নিয়ম মেট্রো, শহর, সেমি-আর্বান ও গ্রামীণ, সব ধরনের শাখায় প্রযোজ্য।মেট্রো ও শহুরে শাখা: ১০ হাজারের বদলে ৫০ হাজার টাকা
সেমি-আর্বান: ৫ হাজারের বদলে ২৫ হাজার টাকা
গ্রামীণ: ২,৫০০ টাকার বদলে ১০ হাজার টাকা

আরও পড়ুন

সব অ্যাকাউন্টে কি একই নিয়ম?
এই বদল শুধু ১ অগাস্ট ২০২৫ থেকে খোলা নতুন সেভিংস অ্যাকাউন্টে কার্যকর। পুরনো গ্রাহকরা আপাতত আগের শর্তেই চলবেন, যতক্ষণ না ব্যাংক নতুন করে কোনও সিদ্ধান্ত জানায়।

স্যালারি অ্যাকাউন্ট ও পেনশনভোগীরা রেহাই পাবেন
স্যালারি অ্যাকাউন্ট সাধারণত জিরো ব্যালান্স হয়, ফলে নতুন নিয়ম তাদের জন্য নয়।  পেনশনভোগী ও ফ্যামিলি ব্যাংকিং গ্রাহকদেরও ন্যূনতম ব্যালান্সের জরিমানার বাইরে রাখা হয়েছে।

নিয়ম না মানলে জরিমানা
প্রয়োজনীয় টাকা না থাকলে ঘাটতির ৬% বা ৫০০ টাকা। যেটি কম হবে সেই হারে জরিমানা ধার্য হবে। মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, এই ৬ মেট্রো শহরে ICICI ছাড়া অম্। এটিএম থেকে মাত্র ৩টি ফ্রি লেনদেন, এরপর প্রতি বার ২৩ টাকা, ব্যালান্স চেকে ৮.৫ টাকা। অন্যান্য শহরে সর্বোচ্চ ৫টি ফ্রি লেনদেন।

Advertisement

আন্তর্জাতিক এটিএম থেকে টাকা তুলতে ১২৫ টাকা, বিদেশি মুদ্রা বদলে ৩.৫% চার্জ। ডেবিট কার্ড বার্ষিক ফি শহুরে গ্রাহকের জন্য ৩০০ টাকা, গ্রামীণ গ্রাহকের জন্য ১৫০ টাকা। কার্ড বদলাতে ৩০০ টাকা। ব্রাঞ্চ বা ফোন ব্যাংকিংয়ে মাসিক স্টেটমেন্ট নিলে ১০০ টাকা, তবে ইন্টারনেট ব্যাংকিংয়ে বিনামূল্যে।

ব্যাংকের দাবি, নতুন নিয়ম গ্রাহক পরিষেবার মান উন্নত করতে ও ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার জন্যই আনা হয়েছে। তবে গ্রাহকদের একাংশের মতে, হঠাৎ পাঁচগুণ ব্যালান্স বৃদ্ধি মধ্যবিত্তের উপর বাড়তি চাপ ফেলবে।

 

Read more!
Advertisement
Advertisement