Advertisement

এবার বাড়িতেই COVID টেস্ট করুন! CoviSelf kit ব্যবহারে ছাড় ICMR-এর

যে হারে কোভিড বাড়ছে সেখানে করোনা পরীক্ষা করাতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা অনেকের। রিপোর্ট আসতেও অনেকটা সময় লাগছে। যার জেরে দেরি হচ্ছে চিকিৎসা পদ্ধতিতেও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) তরফে জানানো হয়েছে, নয়া টেস্ট কিটের মাধ্যমে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে।

বাড়িতে বসেই করোনা টেস্ট-রিপোর্ট! CoviSelf kit ব্যবহারে ছাড়পত্র দিল ICMRবাড়িতে বসেই করোনা টেস্ট-রিপোর্ট! CoviSelf kit ব্যবহারে ছাড়পত্র দিল ICMR
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 May 2021,
  • अपडेटेड 12:11 PM IST
  • বাড়িতে বসেই করোনা টেস্টে ছাড়পত্র দিল ICMR
  • করোনা পরীক্ষা করাতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা
  • নয়া টেস্ট কিটের মাধ্যমে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে

করোনার দ্বিতীয় ঢেউয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে এবার বাড়িতে বসেই করোনা টেস্টে ছাড়পত্র দিল ICMR। বুধবার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। উপসর্গ থাকলেই এই পরীক্ষার মাধ্যমে ঘরে বসে খুব সহজেই মিলবে রিপোর্ট। 

যে হারে কোভিড বাড়ছে সেখানে করোনা পরীক্ষা করাতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা অনেকের। রিপোর্ট আসতেও অনেকটা সময় লাগছে। যার জেরে দেরি হচ্ছে চিকিৎসা পদ্ধতিতেও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) তরফে জানানো হয়েছে, নয়া টেস্ট কিটের মাধ্যমে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে।

MY LAB DISCOVERY SOLUTION LTD পুণের সংস্থার তৈরি COVISELF টেস্ট কিটকে অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থার তরফে দেওয়া ম্যানুয়েলে টেস্ট করা পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানানো রয়েছে ৷ হোম টেস্টিংয়ের জন্য গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ অ্যাপের মাধ্যমে জানতে পারবেন রিপোর্ট পজিটিভ না নেগেটিভ৷

আরও পড়ুন

মাইল্যাব ডিসকভারি সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সেই কিট বাজারে চলে আসবে। তাঁর কথায়, ‘এই কিট পুরোপুরি তৈরি করতে আমাদের পাঁচ মাস লেগেছে। ট্যাক্স-সহ কিটপ্রতি দাম ২৫০ টাকা রাখা হয়েছে।'

নির্দেশিকায় বলা হয়েছে ১৮ বছর কিংবা বেশি বয়সিরা নিজেরাই নমুনা সংগ্রহ করবেন। ২ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে নমুনা সংগ্রহে সাহায্য করবেন প্রাপ্ত বয়স্করা । তবে কোনও উপসর্গ না থাকলে কিংবা কোনও কোভিড পজিটিভ ব্যক্তির কাছাকাছি না এলে এই পরীক্ষা করার প্রয়োজন নেই বলেই জানাচ্ছে আইসিএমআর।

Read more!
Advertisement
Advertisement