Advertisement

Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বদল! এক নজরে নতুন লিস্ট দেখুন

IDBI Bank FD Rates 2025: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের বিনিয়োগকারীদের জন্য বড় খবর। ফিক্সড ডিপোজিট বা এফডিকেই এখনও সাধারণ মানুষ সবচেয়ে সেফ অপশন হিসেবে ধরেন। এবার সেই এফডিতেই সুদের হারে পরিবর্তন করল IDBI ব্যাঙ্ক।

ফিক্সড ডিপোজিটে সুদের তালিকা দেখে নিন।ফিক্সড ডিপোজিটে সুদের তালিকা দেখে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 6:02 PM IST
  • ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের বিনিয়োগকারীদের জন্য বড় খবর। 
  • ফিক্সড ডিপোজিট বা এফডিকেই এখনও সাধারণ মানুষ সবচেয়ে সেফ অপশন হিসেবে ধরেন।
  • এফডিতেই সুদের হারে পরিবর্তন করল IDBI ব্যাঙ্ক।

IDBI Bank FD Rates 2025: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের বিনিয়োগকারীদের জন্য বড় খবর। ফিক্সড ডিপোজিট বা এফডিকেই এখনও সাধারণ মানুষ সবচেয়ে সেফ অপশন হিসেবে ধরেন। এবার সেই এফডিতেই সুদের হারে পরিবর্তন করল IDBI ব্যাঙ্ক। এর পাশাপাশি জনপ্রিয় ‘উৎসব এফডি স্কিম’ এর মেয়াদও আগামী ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীর পাশাপাশি সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়ররা আরও বেশি লাভবান হবেন।

নতুন এফডি রেট কত?
ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই নতুন সুদের হার ৩ কোটি টাকার কমের রিটেল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য।

সাধারণ গ্রাহকরা ৩% থেকে শুরু করে সর্বোচ্চ ৬.৫৫% সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা ৩.৫০% থেকে সর্বোচ্চ ৭.০৫% সুদ পাবেন।

সবচেয়ে বেশি সুদ পাওয়া যাবে ১ থেকে ৩ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে। সাধারণ গ্রাহকরা পাবেন ৬.৫৫% । সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫%।

একনজরে IDBI ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদে সুদের হার
৭-৩০ দিন: সাধারণ ৩%, সিনিয়র সিটিজেন ৩.৫০%

৯১ দিন-৬ মাস: সাধারণ ৫.৫০%, সিনিয়র সিটিজেনর ৬%

১-২ বছর: সাধারণ ৬.৫৫%, সিনিয়র সিটিজেন ৭.০৫%

৩-৫ বছর: সাধারণ ৬.৩৫%, সিনিয়র সিটিজেন ৬.৮৫%

৫-১০ বছর: সাধারণ ৫.৯৫%, সিনিয়র সিটিজেন ৬.৪৫%

উৎসব এফডি স্কিম(Utsav FD Scheme)
আসন্ন উৎসবের মরসুমে বাড়তি সুবিধা দিতে উৎসব এফডি স্কিম চালাবে আইডিবিআই ব্যাঙ্ক।

৪৪৪, ৫৫৫ ও ৭০০ দিনের ডিপোজিটে স্পেশাল ইন্টারেস্ট রেট পাবেন।

সাধারণ গ্রাহকরা ৬.৫০% থেকে ৬.৬৫% পর্যন্ত সুদ পাবেন।

সিনিয়র সিটিজেনরা ৭% থেকে ৭.১৫% পর্যন্ত সুদ পাবেন।

সুপার সিনিয়রদের জন্য স্পেশাল স্কিম
যাঁদের বয়স ৮০ বছর বা তার বেশি, তাঁদের জন্য নতুন ‘চিরঞ্জীবী এফডি’ স্কিম এনেছে IDBI Bank।

এই স্কিমের মেয়ার ৫৫৫ দিন। সুপার সিনিয়রদের এই স্কিমে সর্বোচ্চ, ৭.৩০% সুদ দেওয়া হবে।

সময়ের আগে FD ভাঙলে ফাইন
মনে রাখবেন, ম্যাচিওর হওয়ার আগেই এফডি ভাঙলে, সেক্ষেত্রে ১% পেনাল্টি হবে।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement