Advertisement

Indian Railway: ট্রেনের টিকিট এবার কনফার্মড হবেই, নতুন সিস্টেম চালু করল রেল, জেনে নিন

ভারতীয়দের জন্য রেল (Indian Railway) ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ দিনের পর দিন ট্রেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করেন। তবে কনফার্ম টিকিট (Indian Rail Ticket) পেতে হলে অনেক সমস্যায় ভুগতে হয়। আবার টিকিট আরএসি থাকলে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না। এবার এ কারণে নয়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল।

ভারতীয় রেলভারতীয় রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 12:00 PM IST

ভারতীয়দের জন্য রেল (Indian Railway) ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ দিনের পর দিন ট্রেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করেন। তবে কনফার্ম টিকিট (Indian Rail Ticket) পেতে হলে অনেক সমস্যায় ভুগতে হয়। আবার টিকিট আরএসি থাকলে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না। এবার এ কারণে নয়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। 

সংসদে রেল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রেলমন্ত্রী বলেন, ট্রেনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আসন অনুসারে টিকিট দেওয়া হবে। অর্থাৎ, যত আসন থাকবে, তত টিকিটই বিক্রি হবে। যাতে ট্রেনে নিশ্চিত আসন পাবেন টিকিট কাটা যাত্রীরা। আর অপেক্ষমাণ টিকিটধারীরা অন্য ট্রেনের খোঁজ করতে পারবেন। 

টিকিট ছাড়া ট্রেনে উঠলে জরিমানা
ভারতীয় রেলে টিকিট ছাড়া ভ্রমণ করতে ধরা পড়লে, জরিমানা দিতে হয়। যদি সেই যাত্রীর কাছে সেই সময় কাছে টাকা না থাকে অথবা তিনি জরিমানা দিতে না চান, তাহলে যাত্রীকে আরপিএফের হাতে তুলে দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে রেলওয়ে আইনের ১৩৭ ধারায় মামলা দায়ের করা হয়। আরপিএফ এই যাত্রীদের রেজিস্ট্রারের সামনে রাখবেন। এই ধরনের ক্ষেত্রে, তাদের উপর ১০০০ টাকা জরিমানা নেওয়া হয়। জরিমানা পরিশোধ না করলে ৬ মাসের জেল হতে পারে। 

আরও পড়ুন

নিরাপত্তার উপর বিশেষ নজর
অশ্বিনী বৈষ্ণব লোকসভায় বলেন যে রেলওয়ে নিরাপত্তার উপর বেশি জোর দেয়। তিনি বলেন যে এর জন্য অনেক প্রযুক্তিগত পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে রয়েছে লম্বা রেল, ইলেকট্রনিক ইন্টারলকিং, কুয়াশা সুরক্ষা ডিভাইস এবং অনেক বড় পদক্ষেপ। তিনি বলেন, ভারত রেলওয়ের একটি বড় রপ্তানিকারক হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ায় মেট্রো কোচ ছাড়াও, আমাদের দেশ যুক্তরাজ্য, সৌদি আরব এবং ফ্রান্সে রেল কোচ রপ্তানি করে। এ ছাড়াও, মেক্সিকো, স্পেন, জার্মানি এবং ইতালিতে অপারেশনাল সরঞ্জাম রপ্তানি করছে।

Advertisement

অশ্বিনী বৈষ্ণব বলেন, শীঘ্রই বিহারের লোকোমোটিভ এবং তামিলনাডুতে তৈরি চাকা বিশ্বজুড়ে চলবে। এটা লক্ষণীয় যে, রেলওয়ে যদি এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করে তাহলে ট্রেন যাত্রীরা আরামদায়ক ভ্রমণ পাবেন। তবে ট্রেনের টিকিট পেতে আরও সমস্যা হতে পারে।

Read more!
Advertisement
Advertisement