Advertisement

Indian Railway: ট্রেন থেকে কম্বল-চাদর-বালিশ-তোয়ালে নিয়ে আসলে বিরাট শাস্তি, কী হতে পারে?

এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রে দ্রুত পরিবহনের সুযোগ যেমন থাকে, তেমনই এসি কোচেরও সুবিধাও  থাকে। এখানে যে কোনও যাত্রী বেড রোল ভাড়া পাওয়া যায়, যার মধ্যে রয়েছে কম্বল, বিছানার চাদর, বালিশ এবং তোয়ালে। তবে এই সমস্ত জিনিস বাড়ি নিয়ে আসার সুযোগ থাকে না। আর নিয়ে এলে হতে পারে জেল।

ট্রেনের বেডরোলট্রেনের বেডরোল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 12:54 PM IST

বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতের। প্রতিদিন প্রচুর মানুষ রেলের উপর সরাসরি বা পরোক্ষভাবে নির্ভরশীল।  এটি দেশের প্রায় প্রতিটি কোণকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে। এজন্য এটিকে দেশের লাইফলাইনও বলা হয়। এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রে দ্রুত পরিবহনের সুযোগ যেমন থাকে, তেমনই এসি কোচেরও সুবিধাও  থাকে। এখানে যে কোনও যাত্রী বেড রোল ভাড়া পাওয়া যায়, যার মধ্যে রয়েছে কম্বল, বিছানার চাদর, বালিশ এবং তোয়ালে। তবে এই সমস্ত জিনিস বাড়ি নিয়ে আসার সুযোগ থাকে না। আর নিয়ে এলে হতে পারে জেল।

রেলওয়ের এই নিয়মটা জানেন?
এই বেডরোল যাত্রীদের তাদের সিটেই সরবরাহ করে আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন), যা টিকিট বুকিংয়ের সঙ্গে বুক করা হয় এবং এর চার্জও টিকিটের সঙ্গে নেওয়া হয়ে থাকে। যাত্রা শেষে এই বিছানার চাদর রেলওয়েকে ফেরত দিতে হবে। এটি প্রতিটি যাত্রীর নৈতিক দায়িত্ব। এগুলি চুরি বা নিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ। কারণ এগুলি রেলওয়ের সম্পত্তি।

কিন্তু ট্রেনের কম্বল, বিছানার চাদর, বালিশ বা তোয়ালে নিয়ে গেলে কী হতে পারে জানেন? দেশের আইন কী বলে?
কম্বল, চাদর, বালিশ বা তোয়ালে চুরির শাস্তি ট্রেনে রেলওয়ের কম্বল, বিছানার চাদর, বালিশ বা তোয়ালে বহন করার সময় যদি কোনও যাত্রী হাতেনাতে ধরা পড়েন, তাহলে তাকে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর যদি তিনি এক হাজার টাকা জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে আইনে ১ বছরের জেলের নিয়ম রয়েছে। তাই ভুল কারও কখনও এটি করবেন না।

ভারতীয় রেলে কম্বল, বিছানার চাদর, বালিশ ইত্যাদি রেলওয়ের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। যদি এগুলি চুরি হয়ে যায়, তাহলে রেলওয়ে সম্পত্তি আইন, ১৯৬৬ এর অধীনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রথমবার ধরা পড়লে এক বছর পর্যন্ত জেল অথবা ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। গুরুতর ক্ষেত্রে, অর্থাৎ, যদি এই অপরাধ একাধিকবার পুনরাবৃত্তি হয়, তাহলে ৫ বছর পর্যন্ত জেল এবং জরিমানা উভয়ই হতে পারে।

Advertisement

রেলওয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী চুরি যাওয়া জিনিসপত্র সহ ধরা পড়েন, তাহলে রেলওয়ে পুলিশ (জিআরপি) বা রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাই যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন ভ্রমণের সময় পাওয়া জিনিসপত্র ট্রেনের সিটেই রেখে যান।

Read more!
Advertisement
Advertisement