
মালদা ও মেদিনীপুরের যাত্রীদের জন্য দারুণ সুখবর। এবার দিঘা থেকে সরাসরি ট্রেন ছুটবে মালদায়। দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে। SER-এর তরফে জানানো হয়েছে, মোট ৩ দিন এই স্পেশাল ট্রেনটি চলবে। কবে, কখন এই ট্রেনটি চালানো হচ্ছে? জেনে নেওয়া যাক
০৩৪৬৫ - মালদা টাউন-দিঘা স্পেশাল ট্রেন: ১৩ ডিসেম্বর, ২০ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর এই ট্রেনটি চালানো হবে। মালদা থেকে দুপুর ১টা বেজে ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে দিঘা পৌঁছবে রাত ১১টার সময়।
অন্যদিকে, ফিরতি পথে ০৬৪৬৬ দিঘা-মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৩ ডিসেম্বর, ২০ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর রাত ১১টা বেজে ৪০ মিনিটে দিঘা থেকে ছাড়বে। পরের দিন ট্রেনটি মালদা টাউন পৌঁছবে ভোর ৯টা বেজে ২০ মিনিটে।
ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে?
SER-এর তরফে জানানো হয়েছে, যাত্রাপথে ট্রেনটি দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনে স্টপেজ পাবে।
অপর একটি ট্রেনও রয়েছে
তবে, দিঘা থেকে NJP-এর একটি ট্রেন এখনও রয়েছে। ১৫৭২১ পাহাড়িয়া এক্সপ্রেস প্রতি শনিবার দিঘা থেকে বিকেল ৫টা বেজে ৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৯টা বেজে ২০ মিনিটে এনজেপি স্টেশনে পৌঁছায়। ট্রেনটির স্লিপারের ভাড়া রয়েছে ৪১০ টাকা। এসি থ্রি টায়ারের ভাড়া রয়েছে ১১১০ টাকা। টু টায়ারের ভাড়া রয়েছে ১৫৮৫ টাকা ও ফার্স্ট ক্লাসের ভাড়া রয়েছে ২৬৬০ টাকা। তবে ট্রেনটি শুধুমাত্র শনিবারই উপলব্ধ রয়েছে। রেল সূত্রে খবর স্পেশাল ট্রেনের ভাড়াও হতে পারে পাহাড়িয়া এক্সপ্রেসের মতোই। যদিও আনুষ্ঠানিক ভাবে ভাড়ার বিষয়টি এখনও খোলসা করেনি রেল।