
ছাব্বিশ নির্বাচনের আগে বাংলায় বড় অঙ্কের টাকা বরাদ্দ করল রেল। হাওড়া-খড়্গপুর সেকশনে ৫৭ নম্বর রেল ব্রিজ নতুন করে তৈরি করার লক্ষ্যে রেলের তরফে এই টাকায় মঞ্জুর করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে সেতুর সাবস্ট্রাকচারের পুনর্নির্মাণ ছাড়াও, দেউলটি ও কোলাঘাট স্টেশনের মধ্যে নিউ কোলাঘাট রেলওয়ে স্টেশনের উন্নতিসাধন ও প্ল্যাটফর্ম বড় করার কাজ করা হবে। ফলে যাত্রীরা উন্নত সুযোগ-সুবিধার নিতে পারবেন।
রেলের বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ৫৭ নম্বর সেতুটি ৬০ বছরেরও বেশি সময় ধরে এই অংশে রেল কাজ সুষ্ঠ ভাবে পরিচালনা করতে সহায়তা করে আসছে। এই বিপুল পরিমাণে টাকা মঞ্জুর হওয়ার ফলে রেল ব্রিজটি আরও আধুনিক এবং শক্তিশালী হয়ে উঠবে। ফলে ওই সেতুটির স্থায়ীত্ব আরও দীর্ঘ হবে।
রেল জানিয়েছে, সংস্কারের পর এই রেল সেতুটির উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। ফলে জল্পনা জোরালো হচ্ছে, এর মধ্যে দিয়ে রেলমন্ত্রক কি বাংলায় সেমি হাইস্পিড ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে? তেমনটা হলে অবশ্য বাংলার মানুষের জন্য পোয়াবারো।
রেল স্টেশন উন্নয়ন, ব্রিজ পুনঃনির্মাণের পাশাপাশি চতুর্থ লাইনের জন্যও অনুমতি মিলেছে। রেলের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই চতুর্থ লাইনের কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে আরও জোরালো হয়ে উঠছে সেমি হাই স্পিড ট্রেনকে ওই রুটে চালানোর সম্ভাবনা।
দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোমা দাস বোস এ প্রসঙ্গে bangla.aajtak.in-কে জানান, "রেলব্রিজটি বহু পুরনো হওয়ায় সেটির উপর দিয়ে বর্তমানে ৩০ কিমি/ঘণ্টা স্পিডে কিছু ট্রেন চলছে। ব্রিজটি নতুন করে তৈরি করা হলে, ট্রেনের স্পিড বাড়বে। ফলে নির্ধারিত সময়ে ট্রেন গন্তব্যে পৌঁছতে পারবে।"