Advertisement

Train Reservation Chart: ৪ নয়, এবার ট্রেন ছাড়ার এত ঘন্টা আগেই রিজার্ভেশন চার্ট, অনুমোদন রেলমন্ত্রীর!

বর্তমানে, ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হয়, যা যাত্রীদের জন্য অনিশ্চয়তার সৃষ্টি করে। বিশেষ করে যারা কাছাকাছি বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন।

এখন ৪ নয়, ট্রেন ছাড়ার এত ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট, অনুমোদন রেলমন্ত্রীর!এখন ৪ নয়, ট্রেন ছাড়ার এত ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট, অনুমোদন রেলমন্ত্রীর!
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 29 Jun 2025,
  • अपडेटेड 8:24 PM IST
  • বর্তমানে, ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হয়
  • যা যাত্রীদের জন্য অনিশ্চয়তার সৃষ্টি করে

রেলের টিকিট বুকিং নিয়ে একাধিক সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। এখন দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের রিজার্ভেশন চার্ট আর মাত্র ৪ ঘণ্টা আগে তৈরি হবে না। এবার রিজার্ভেশন চার্ট তৈরি হবে ৮ ঘণ্টা আগে। রবিবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কর্তাদের প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন। রেলমন্ত্রী এই প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে, ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হয়, যা যাত্রীদের জন্য অনিশ্চয়তার সৃষ্টি করে। বিশেষ করে যারা কাছাকাছি বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন। এই সমস্যা সমাধানের জন্য রেল বোর্ড ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করার প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী। দুপুর ২টোর টার আগে ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য এখন আগের দিন রাত ৯ টার মধ্যে চার্ট প্রস্তুত করা হবে। এই পদক্ষেপের ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে, তাঁদের টিকিটের অবস্থা সম্পর্কে আগে থেকেই আপডেট দেওয়া হবে। প্রয়োজনে বিকল্প উপায়ে যাওয়ার জন্য আরও সময় পাবেন তাঁরা।

এছাড়াও, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) এর আপগ্রেডেশনের অগ্রগতি পর্যালোচনা করেছেন রেলমন্ত্রী। আপগ্রেড করা PRS সহজতর করতে ডিজাইন করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে সিস্টেমটি প্রতি মিনিটে ১.৫ লক্ষ পর্যন্ত টিকিট বুকিং করতে পারবে। যা বর্তমান ৩২,০০০ টিকিট প্রতি মিনিটে থেকে পাঁচগুণ বৃদ্ধি পাবে। একইভাবে, টিকিট অনুসন্ধানের ক্ষমতা প্রতি মিনিটে ৪ লক্ষ থেকে ৪০ লক্ষেরও বেশি হবে। নতুন PRS-এ অনেক ভাষা থাকবে। সিট বাছা, ভাড়া ক্যালেন্ডারের মতো উন্নত অপশন থাকবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তি (দিব্যাঙ্গজন), পড়ুয়া এবং রোগীদের নানা সুবিধা দেওয়ার জন্য উন্নত ফিচার যোগ করা হয়েছে।

আরও পড়ুন

১ জুলাই, ২০২৫ থেকে শুধুমাত্র আধার বা অন্য কোনও সরকারি নথি ভিত্তিক অথেনটিকেট হওয়া ব্যবহারকারীরাই IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করতে পারবেন। ২০২৫ সালের জুলাই মাসের শেষ থেকে টিকিট বুকিংয়ের জন্য OTP বেসব অথেনটিকেশন বাধ্যতামূলক হবে।

Advertisement

এই পরিবর্তনের পাশাপাশি, রেল যাত্রীদের জন্য একটি চমকপ্রদ খবরও রয়েছে। প্রকৃতপক্ষে, ১ জুলাই থেকে ট্রেনের টিকিটের (Train Fare Hike) দাম বাড়তে চলেছে। নন-এসি মেল ​​এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি করা হবে, যেখানে এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হবে। ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য সেকেন্ড ক্লাসের এবং এমএসটি-র টিকিটের দামে কোনও পরিবর্তন হবে না, তবে যদি ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে যাত্রীকে প্রতি কিলোমিটারে আধ পয়সা অতিরিক্ত ভাড়া দিতে হবে।

Read more!
Advertisement
Advertisement