Advertisement

Train Ticket Booking: ফোনে টিকিট দেখালে আর চলবে না? সঠিক তথ্যটি জানাল রেল

রেলের আনরিজার্ভড টিকিট মোবাইলে দেখালে তা কি আর গ্রহণযোগ্য নয়? সম্প্রতি একাধিক মিডিয়া ও সোশ্যাল সাইটে ব্যাপক হারে এ বিষয়ে তথ্য প্রচার হতে শুরু করে।

রেলের নিয়ম জেনে নিনরেলের নিয়ম জেনে নিন
কিশোর শীল
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 2:26 PM IST
  • রেলের আনরিজার্ভড টিকিট মোবাইলে দেখালে তা কি আর গ্রহণযোগ্য নয়?
  • সম্প্রতি একাধিক মিডিয়া ও সোশ্যাল সাইটে ব্যাপক হারে এ বিষয়ে তথ্য প্রচার হতে শুরু করে।
  • খবরের সত্যতা কতটা, খোঁজ নিল bangla.aajtak.in।

রেলের আনরিজার্ভড টিকিট মোবাইলে দেখালে তা কি আর গ্রহণযোগ্য নয়? সম্প্রতি একাধিক মিডিয়া ও সোশ্যাল সাইটে ব্যাপক হারে এ বিষয়ে তথ্য প্রচার হতে শুরু করে। সেই মিডিয়া রিপোর্টগুলিতে দাবি করা হয়, AI জমানায় ট্রেনের টিকিটে জালিয়াতি হওয়ায় রেল সিদ্ধান্ত নিয়েছে, যে যাত্রীরা আনরিজার্ভড টিকিটে যাত্রা করেন, তাঁদের  মোবাইলে টিকিট দেখালে চলবে না। কিন্তু এই খবরের সত্যতা কতটা, খোঁজ নিল bangla.aajtak.in।

পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত bangla.aajtak.in কে জানান, 'ইতিমধ্যেই রেলের তরফে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।' PIB রেলের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যদি অনলাইন/ অফলাইনে আনরিজার্ভড টিকিট কাটেন, তবে তাঁকে সেই টিকিটের হার্ড কপি বহন করতে হবে। এতদিন পর্যন্ত এই নিয়মই বজায় ছিল। কোনও পরিবর্তন করা হয়নি। তবে বিশেষ উল্লেখযোগ্য হল, যদি ডিজিটালি আনরিজার্ভড টিকিট কাটা হয় এবং তার প্রিন্ট না থাকে, তবে ওই নির্দিষ্ট মোবাইল থেকেই ডিজিটাল টিকিট দেখানো যাবে। এক্ষেত্রে ট্রেনের টিকিটটি ওই মোবাইল থেকে কাটা বাধ্যতামূলক। অর্থাৎ কোনও স্ক্রিনশট দেখালে চলবে না।

এই বিষয়ে রেলের তরফে নতুন কোনও নোটিফিকেশন জারি করা হয়নি বলে স্পষ্ট করেছে ভারতীয় রেল। ফলে স্পষ্ট হচ্ছে এ সংক্রান্ত রিপোর্টে মোবাইলে ট্রেনের টিকিট বৈধ নয় বলে বলা হচ্ছে, তা একেবারে ভুল।

প্রসঙ্গত, সোশ্যাল সাইটে যে ভুয়ো দাবি ঘুরছিল সেগুলি যে ভুল, তা একটু বুদ্ধি খরচ করলেই বোঝা গিয়েছিল। কারণ সেক্ষেত্রে UTS অ্যাপের কার্যকারিতাও অনেকাংশে লোপ পেত। অন্যদিকে, শহরতলির জন্য UTS রেলের একটি ডিজিটালি ভাবনা। কোনও ভাবেই রেল সেই পদক্ষেপের মূলে যে কুঠারাঘাত করবে না তা বলাই বাহুল্য।

Read more!
Advertisement
Advertisement