Advertisement

Indian Railways: রাজধানী সহ ১৫টি ট্রেনের ঘণ্টার পর ঘণ্টা লেট, হাওড়া-শিয়ালদায় কী খবর?

উত্তর ভারতে তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত। ভোর থেকে সকাল পর্যন্ত দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলির গতি কমিয়ে দেওয়া হয়েছে। তার জেরে দিল্লি-হাওড়া রেল রুটে কয়েক ডজন ট্রেন ঘন্টার পর ঘন্টা দেরিতে চলছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 3:20 PM IST
  • উত্তর ভারতে তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত।
  • ভোর থেকে সকাল পর্যন্ত দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলির গতি কমিয়ে দেওয়া হয়েছে।

উত্তর ভারতে তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত। ভোর থেকে সকাল পর্যন্ত দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলির গতি কমিয়ে দেওয়া হয়েছে। তার জেরে দিল্লি-হাওড়া রেল রুটে কয়েক ডজন ট্রেন ঘন্টার পর ঘন্টা দেরিতে চলছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গত কয়েক দিন ধরে উত্তর প্রদেশ-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত কুয়াশা কাটছে না। সড়ক ও রেল, দু’ধরনের পরিবহণই ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে নিরাপত্তাজনিত কারণে ট্রেনগুলিকে ধীরে চলতে হচ্ছে। ফলে সময়সূচি ভেঙে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ রুটে।

পাটনা থেকে লখনউয়ের গোমতীনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি-হাওড়া রুটের ব্যস্ত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছেছে প্রায় এক ঘণ্টা দেরিতে। একইভাবে রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসগুলিও গত কয়েক দিন ধরে একাধিক ঘণ্টা দেরিতে চলছে।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন দিয়ে যাওয়া একাধিক ট্রেনের বর্তমান পরিস্থিতি
নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস প্রায় ১৩ ঘণ্টা দেরিতে চলছে।
নিউ দিল্লি-হাওড়া রাজধানী প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে।
নিউ দিল্লি-ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস প্রায় ১১ ঘণ্টা দেরিতে।
নিউ দিল্লি-রাজেন্দ্র নগর তেজস রাজধানী এক্সপ্রেস প্রায় ১০ ঘণ্টা দেরিতে।
বিকানের-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস প্রায় ৮ ঘণ্টা দেরিতে চলছে।
নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস প্রায় ৪ ঘণ্টা দেরিতে।
আজমের-শিয়ালদা এক্সপ্রেস প্রায় ৬ ঘণ্টা দেরিতে।
রাজেন্দ্র নগর-নয়াদিল্লি অমৃত ভারত এক্সপ্রেস প্রায় ৬ ঘণ্টা দেরিতে।
আনন্দ বিহার-হাতিয়া ঝাড়খণ্ড এক্সপ্রেস প্রায় ৮ ঘণ্টা দেরিতে।
নিউ দিল্লি-ইসলামপুর মগধ এক্সপ্রেস প্রায় ৬ ঘণ্টা দেরিতে।
আনন্দ বিহার-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস প্রায় ৪ ঘণ্টা দেরিতে।
ব্রহ্মপুত্র মেল ও ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস প্রায় ৪ ঘণ্টা করে দেরিতে চলছে।
হাওড়া-অমৃতসর মেল প্রায় ৩ ঘণ্টা, হাওড়া-মুম্বই মেল প্রায় ১ ঘণ্টা দেরিতে।
এ ছাড়াও নর্থ ইস্ট এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস-সহ আরও একাধিক ট্রেন দেরিতে চলছে।

রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষাই অগ্রাধিকার। কুয়াশা কমলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে ততদিন পর্যন্ত যাত্রীদের ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement