Advertisement

Share Market: দীপাবলির আগে চাঙ্গা SENSEX, NIFTY, শেয়ার বাজার কাঁপাচ্ছে এই শেয়ারগুলি

দীপাবলির আগে সোমবার সকালে চাঙ্গা শেয়ার বাজার। গত এক সপ্তাহ ধরেই ধীরে ধীরে স্টক মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। সোমবারও সেই ট্রেন্ড বজায় থাকল।

দীপাবলির আগে সোমবার সকালে চাঙ্গা শেয়ার বাজার। দীপাবলির আগে সোমবার সকালে চাঙ্গা শেয়ার বাজার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 10:56 AM IST
  • দীপাবলির আগে সোমবার সকালে চাঙ্গা শেয়ার বাজার।
  • গত এক সপ্তাহ ধরেই ধীরে ধীরে স্টক মার্কেট ঘুরে দাঁড়িয়েছে।
  • সোমবারও সেই ট্রেন্ড বজায় থাকল।

দীপাবলির আগে সোমবার সকালে চাঙ্গা শেয়ার বাজার। গত এক সপ্তাহ ধরেই ধীরে ধীরে স্টক মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। সোমবারও সেই ট্রেন্ড বজায় থাকল। সব মিলিয়ে শেয়ার বাজারে বেশ একটা পজিটিভ ব্যাপার রয়েছে।

এদিন সকালে নিফটি সূচক ২৫,৮২৪.৬০ পয়েন্টে ওপেন হয়েছে। ১১৪.৭৫ পয়েন্ট বেড়েছে। সেনসেক্স ৩১৫.৪০ পয়েন্ট বেড়ে ৮৪,২৬৭.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছিল। আর সত্যি বলতে উৎসবের আমেজের কারণেও বাজার আরও চাঙ্গা হচ্ছে।

তবে এরই মধ্যে সতর্কও করছেন অনেকে। মঙ্গলবার মহুরত ট্রেডিং হবে। তারপর বুধবার বাজার বন্ধ থাকবে। তাই মঙ্গলবার দিন শেষে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দেখা দিতে পারে। আর সেটা হলেই সূচক কিছুটা ওঠানামা করতে পারে।

আরআইএল (RIL) ১,৪৬৪.৮ ৪৮ ↑ ৩.৩৮% ↑
অ্যাক্সিস ব্যাঙ্ক ১,২৩০.২ ৩০ ↑ ২.৪৯% ↑
বাজাজ ফিনসার্ভ ২,১২৯.৮ ৪৬.১১ ↑ ২.২১% ↑
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৭৬৫.১৫ ১৪.১৫ ↑ ১.৮৮% ↑
এসবিআই ৯০৪.৯ ১৫.৭৫ ↑ ১.৭৭% ↑
ভারতী এয়ারটেল ২,০৩৮.৪ ২৬.৪ ↑ ১.৩১% ↑
ইনফোসিস ১,৪৫৯.৪ ১৮.৩ ↑ ১.২৬% ↑
টিসিএস ৩,০০০ ৩৭.৮ ↑ ১.২৭% ↑
বাজাজ ফাইন্যান্স ১,০৮২.১৫ ১২.০৬ ↑ ১.১২% ↑
টাটা মোটরস ৪০১.৭ ৫.১ ↑ ১.২৮% ↑
এল অ্যান্ড টি ৩,৮৮১.২ ৪১.৮ ↑ ১.০৮% ↑
সান ফার্মা ১,৬৯৫.৯ ১৬.৮ ↑ ১% ↑
টাইটান কোম্পানি ৩,৭০৪.৬ ২৯.৮ ↑ ০.৮১% ↑
কোটাক ব্যাঙ্ক ২,২২৫ ১৯.২ ↑ ০.৮৭% ↑

বাজার বিশেষজ্ঞ অজয় বাগ্গার মতে, 'এখন বাজার অনেকটাই উর্ধ্বমুখী। নিফটি ও ব্যাঙ্ক নিফটি দু’টিই রেজিস্ট্যান্স লেভেলের কাছে রয়েছে। তাই সকালের দিকে বাড়লেও বিকেলের দিকে কিছুটা নামতে পারে।' তিনি আরও বলেন, 'এই মুহূর্তে ভারতের বাজার গত বছরের সর্বোচ্চ স্তরের বেশ কাছাকাছিই রয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি হলে আরও বাড়বে।'

এমনিতেই উৎসবের মরসুম। বাজারে সবকিছুরই চাহিদা তুঙ্গে। গাড়ি, ইলেকট্রনিক্স, পোশাক, সোনা, রুপো, সবকিছুরই বিক্রি বেড়েছে। ধনতেরাসে সোনা ও গাড়ির বিক্রি তো রীতিমতো রেকর্ড ছুঁয়েছে।

নভেম্বর ও ডিসেম্বর মাসে আবার প্রায় ৪৮ লক্ষ বিয়ে হবে। আর তার ফলে বাজারে টাকার ফ্লো আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এই বছর মহুরত ট্রেডিং হবে ২১ অক্টোবর, মঙ্গলবার। শুরু হবে দুপুর ১টা ৪৫ মিনিটে, চলবে এক ঘণ্টা। তারপর বুধবার বাজার বন্ধ। ফের বৃহস্পতিবার থেকে ট্রেডিং হবে।

বাজার বিশ্লেষক সুনীল গুর্জর বলেন, 'নিফটি গত তিন সপ্তাহে ৪ শতাংশ বেড়েছে। টানা তিনটি সপ্তাহ গ্রাফ উর্ধ্বমুখী।' তাঁর মতে, 'নিফটি এখন ২৫,৬৫০ রেজিস্ট্যান্স এবং ২৪,৫০০ সাপোর্ট লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। রেজিস্ট্যান্স ভাঙতে পারলেই বাজারে নতুন হাইয়ের রেকর্ড হবে।'

বিশ্বজুড়ে পরিস্থিতিও অনুকূল। চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য সংঘাত কিছুটা কমেছে। ফলে এশিয়ার অন্যান্য বাজারও চাঙ্গা। জাপানের নিক্কেই বেড়েছে ২.৯৭ শতাংশ। হংকংয়ের হ্যাং সেন সূচক ২.৬ শতাংশ বেড়েছে। তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার বাজারও চাঙ্গা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement