ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন। অনেকে গন্তব্য যান। কেউ আবার ছুটি কাটাতে ট্রেনকেই সফরসঙ্গী করেন। তবে বাইরে কোথাও গেলে সবথেকে বড় টাস্ক হল হোটেল বুক করা। বিশেষ করে বাইরের রাজ্যে গেলে। হোটেল বুক করতে গেলে কখনও কখনও বেশি টাকা খরচ হয়ে যায়। আবার কোনও কোনও ক্ষেত্রে পর্যাপ্ত টাকা দিলেও ভালো হোটেল মেলে না। হতাশ হতে হয়। তবে আপনারা সম্ভবত অনেকেই জানেন না, IRCTC-র মাধ্যমে শুধু ট্রেনের টিকিট নয়। বুক করা যায় হোটেলও।
ট্রেনের টিকিট ছাড়াও, IRCTC অ্যাপের মাধ্যমে বাসের টিকিট, ফ্লাইট টিকিট, ট্রেনের খাবার এবং হোটেল বুক করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে যে কোনও প্রান্তের হোটেল মাত্র কয়েক মিনিটে বুক করতে পারবেন। থ্রি স্টার বা ফাইভ স্টার হোটেল বুক করার সুবিধেও পাওয়া যাবে এই অ্যাপে। কীভাবে বুক করবেন এই হোটেল? আসুন জেনে নিই।
হোটেল বুক করার জন্য প্রথমে www.irctctourism.com ওয়েবসাইটে যেতে হবে।
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় থেকে অনেক বাঙালি বেড়াতে যান। শুধু আমাদের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এই ট্যুর। উত্তর ও দক্ষিণের রাজ্যেও বেড়াতে যায় বাঙালি। এখন থেকেই সেই সব প্ল্যান শুরুও করে দিয়েছেন অনেকে। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত এক হোটেল মালিক জানান, যত পুজো এগিয়ে আসতে ততই হোটেলের খরচ বাড়বে। সেই কারণে এখন থেকেই বুকিং করা ভালো। যদি হোটেলের অনেক অপশন পেতে চান তাহলে IRCTC-র ওয়েবসাইট থেকে বুক করতে পারেন হোটেল।