Advertisement

IRCTC Package Tours : IRCTC-র প্যাকেজ-ট্যুরে ঘুরে আসুন আন্দামান, রইল খরচ ও দিনক্ষণ

এই প্যাকেজ ট্যুরে কলকাতার কালীঘাট মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পোর্টব্লেয়ারের ঐতিহাসিক সেলুলার জেল, সেখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো, করবাইন কোভ বিচ, সমুদ্রিক (নেভাল মেরিন) মিউজিয়াম এবং সাগরিকা এম্পোরিয়াম, হ্যাভলকের রাধানগর সৈকত, কালাপাথর সৈকত এবং বারাটাং দ্বীপ ইত্যাদি ঘোরানো হবে। এই ট্যুরের জন্য লখনউ থেকে কলকাতা ও কলকাতা থেকে পোর্টব্লেয়ার ও একইভাবে ফেরার ব্যবস্থা করা হয়েছে। 

আইআরসিটিসি-র প্যাকেজ ট্যুর
Aajtak Bangla
  • লখনউ,
  • 26 Jul 2022,
  • अपडेटेड 7:54 PM IST
  • IRCTC-র নয়া প্যাকেট ট্যুর
  • বিমানে ঘুরে আসুন আন্দামান
  • আগে বুকিং করলে আগে সুযোগ

ট্রেনের পাশাপাশি বিমানের মাধ্যমেও প্যাকেজ ট্যুরের আয়োজন করছে আইআরসিটিসি (IRCTC)। এবার উত্তরপ্রদেশের লখনউ থেকে আন্দামান পর্যন্ত প্যাকেজ ট্যুর আনছে এই সংস্থা। ২৩ থেকে ২৮ সেপ্টেম্বরের এই ট্যুরটি ৫ রাত্রি ৬ দিনের। 

প্যাকেজে রয়েছে যে জায়গাগুলি 
এই প্যাকেজ ট্যুরে কলকাতার কালীঘাট মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পোর্টব্লেয়ারের ঐতিহাসিক সেলুলার জেল, সেখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো, করবাইন কোভ বিচ, সমুদ্রিক (নেভাল মেরিন) মিউজিয়াম এবং সাগরিকা এম্পোরিয়াম, হ্যাভলকের রাধানগর সৈকত, কালাপাথর সৈকত এবং বারাটাং দ্বীপ ইত্যাদি ঘোরানো হবে। এই ট্যুরের জন্য লখনউ থেকে কলকাতা ও কলকাতা থেকে পোর্টব্লেয়ার ও একইভাবে ফেরার ব্যবস্থা করা হয়েছে। 

ভাড়া ও অন্যান্য পরিষেবা
এই ভ্রমণ প্যাকেজে বিমানে যাওয়া-আসা, ডিলাক্স হোটেল/রিসর্টে থাকা এবং ভারতীয় খাবারের ব্যবস্থা (ব্রেকফাস্ট এবং ডিনার) করবে IRCTC। একজনের প্যাকেজ মূল্য ৬৫,৯০০ টাকা, দুজনের প্যাকেজ জনপ্রতি ৫৩,৭৮৫ টাকা এবং তিন জনের প্যাকেজ মূল্য জনপ্রতি ৫৩,২৯৫ টাকা। শিশুদের ক্ষেত্রে জনপ্রতি প্যাকেজ মূল্য ৪৯,৩৩৫ (শয্যা সহ) টাকা এবং বাবামায়ের সঙ্গে থাকলে জনপ্রতি ৪৬,৬২০ (বিছানা ছাড়া) টাকা। 

এই প্রসঙ্গে IRCTC-র উত্তরাঞ্চলীয় চিফ রিজিওনাল ম্যানেজার অজিত কুমার সিনহা বলেন, প্যাকেজের বুকিং আগে আসলে আগে করা যাবে। www.irctctourism.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও বুকিং করার সুযোগ থাকছে। এছাড়া আরও তথ্যের জন্য ৮২৮৭৯৩০৯০৮, ৮২৮৭৯৩০৯০৯ ও ৮২৮৭৯৩০৯০২ নম্বরে যোগাযোগ করতে পারেন আগ্রহীরা।

আরও পড়ুনএই শহরগুলিতে প্রথমে মিলবে 5G পরিষেবা, তালিকায় কলকাতা রয়েছে?


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement