Advertisement

Multibagger Stock: ৮ টাকার শেয়ার হয়েছে ১৫০০, বিনিয়োগকারীদের কোটিপতি করেছে এই স্টক

শেয়ারবাজারে বিনিয়োগ করা সবসময়ই ঝুঁকির কাজ। তবে তার মধ্যেও যারা একটু বুদ্ধি দিয়ে শেয়ার বেছে নিতে পারেন, তারা দেখতে পারেন লাভের মুখ। এমনকী হয়ে যান কোটিপতি। আর আজ এমন একটি মাল্টিব্যাগার স্টকের কথাই বলব। এর নাম Jindal Photo Ltd Share। এই স্টকে যারা ১ লাখ টাকা মাত্র বিনিয়োগ করেছিলেন, তারা মাত্র ৫ বছরে হয়ে গিয়েছেন কোটিপতি। শেয়ারের দাম ৮ টাকা থেকে ১৫০০ টাকায় পৌঁছে গিয়েছে।

মাল্টিব্যাগার স্টকমাল্টিব্যাগার স্টক
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Dec 2025,
  • अपडेटेड 10:13 AM IST
  • আজ এমন একটি মাল্টিব্যাগার স্টকের কথাই বলব
  • এর নাম Jindal Photo Ltd Share
  • এই স্টকে যারা ১ লাখ টাকা মাত্র বিনিয়োগ করেছিলেন, তারা মাত্র ৫ বছরে হয়ে গিয়েছেন কোটিপতি।

শেয়ারবাজারে বিনিয়োগ করা সবসময়ই ঝুঁকির কাজ। তবে তার মধ্যেও যারা একটু বুদ্ধি দিয়ে শেয়ার বেছে নিতে পারেন, তারা দেখতে পারেন লাভের মুখ। এমনকী হয়ে যান কোটিপতি। আর আজ এমন একটি মাল্টিব্যাগার স্টকের কথাই বলব। এর নাম Jindal Photo Ltd Share। এই স্টকে যারা ১ লাখ টাকা মাত্র বিনিয়োগ করেছিলেন, তারা মাত্র ৫ বছরে হয়ে গিয়েছেন কোটিপতি। শেয়ারের দাম ৮ টাকা থেকে ১৫০০ টাকায় পৌঁছে গিয়েছে।

এই স্টকটাকে অনেকে টাকা ছাপার মেশিন বলেও মনে করেন। কারণ, মাত্র ৫ বছরে এই স্টক বিনিয়োগকারীদের কোটিপতি করে গিয়েছে। ৮ টাকার পেনি স্টকের দাম পৌঁছে গিয়েছে ১৫০০ টাকায়। এই বৃহস্পতিবারই এর দাম ১ শতাংশ বেড়েছে। এর দাম বৃহস্পতিবার ছিল ১৫২০.২০ টাকায়।

কত টাকা রিটার্ন মেলে?

এই স্টকে ইনভেস্ট করে বিনিয়োগকারীরা ১৮,৫৫২ শতাংশ রিটার্ন পেয়েছেন। যার সহজ অর্থ হল, ৫ বছর আগে কেউ যদি এই স্টকে ১ লাখ টাকা লাগাতেন, সেটা এখন ১.৮৬ কোটি টাকায় পৌঁছে যেত। অর্থাৎ বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে এই স্টক।

কীভাবে বেড়েছে দাম?

এই স্টকের পাঁচ বছরের যাত্রাপথ একটু মাথায় রাখা যাক। ৩ এপ্রিল ২০২০ এর দাম ছিল ৮ টাকা। সেটা ২০২১ সালের ১ জানুয়ারি ২৫ টাকায় পৌঁছে যায়। ৩১ ডিসেম্বর ২০২৫ এর দাম পৌঁছে যায় ২৫৩ টাকায়। তারপর ৩০ ডিসেম্বর ২০২২ এটার দাম হয় ৩৪৮ টাকা। ২৯ ডিসেম্বর ২০২৩ সালে এর দাম বেড়ে হয় ৫৯৪ টাকা। আর ২৭ ডিসেম্বর ২০২৪ দাম গিয়ে দাঁড়ায় ৯২৬ টাকা। আর ২০২৫ সালে এর দাম এক সময় ১৬০০ ছাড়িয়ে যায়।

মাথায় রাখতে হবে এই স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন হল ১৫৬০ কোটি টাকা। এর ৫২ সপ্তাহ হাই হল ১৬১৬.৬০ টাকা। আবার ৫২ উইক লো হল ৫৩৬ টাকা।

প্রসঙ্গত, এই সংস্থাটা তৈরি হয় ১৯৮৬ সালে। ফটোগ্রাফি ব্যবসায় এটি খুবই বড় নাম। সেই কারণেই এই স্টকের দাম হু হু করে বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement